Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৫, ২০২৩

‌আজকের দিনেই আত্মপ্রকাশ করেছিল একদিনের ক্রিকেট

আরম্ভ ওয়েব ডেস্ক
‌আজকের দিনেই আত্মপ্রকাশ করেছিল একদিনের ক্রিকেট

টেস্ট ক্রিকেট আবির্ভাবের দীর্ঘসময় পরে আত্মপ্রকাশ করেছিল একদিনের ক্রিকেট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৯৭১ সালের ৫ জানুয়ারি প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। মাঠে হাজির ছিলেন ৪৬ হাজার ৬ জন দর্শক। ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ৪০ ওভারের। আজ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের জন্মদিন। সাড়ম্বরে মেলবোর্নে পালিত হল একদিনের ক্রিকেটের জন্মদিন।
একদিনের ক্রিকেটের আত্মপ্রকাশের ইতিহাস একটু অন্যরকম। ঘটা করে একদিনের ক্রিকেট আবির্ভাব হয়নি। অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ খেলতে গিয়েছিল ইংল্যান্ড। প্রথম দুটি টেস্ট নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু মেলবোর্নে তৃতীয় টেস্টের প্রথম চারদিন বৃষ্টিতে নষ্ট হয়। এরপর আর্থিক ক্ষতি এড়ানোর জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দেয় ম্যাচের পঞ্চম দিন ৪০ ওভারের একটা ম্যাচ আয়োজনের। ইংল্যান্ড সেই প্রস্তাব মেনে নিয়েছিল। ঠিক হয়েছিল প্রতি ওভারে ৮টি করে বল করা হবে। ওই ম্যাচে ৩৪ হাজার ডলারের টিকিট বিক্রি হয়েছিল।
এই ম্যাচটিই প্রথম একদিনের ম্যাচ হিসেবে স্বীকৃতি পেয়ে এসেছে। অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়েছিলেন বিল লরি। এছাড়া প্রথম একাদশে ছিলেন কিথ স্ট্যাকপোল, ইয়ান চ্যাপেল, ডগ ওয়াল্টার্স, ইয়ান রেডপাথ, গ্রেগ চ্যাপেল, রডনি মার্শ, অ্যাশলে ম্যালেট, গ্রাহাম ম্যাকেঞ্জি, অ্যালান কনোলি ও অ্যালান থমসন। রে ইলিংওয়ার্থের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলে ছিলেন জিওফ্রে বয়কট, জন এডরিচ, কিথ ফ্লেচার, বেসিল ডি’অলিভেইরা, জন হ্যাম্পশায়ার, কলিন কাউড্রে, অ্যালান নট, জন স্নো, কেন শাটলওয়ার্থ ও পিটার লেভার। ঐতিহাসিক এই ম্যাচে আম্পায়ারিং করেছিলেন অস্ট্রেলিয়ার লৌ রোয়ান ও টম ব্রুকস। স্কোরার ছিলেন অস্ট্রেলিয়ার এমপি রিংহ্যাম ও ইংল্যান্ডের জিসিএ সাউলেজ। অস্ট্রেলিয়ার দ্বাদশ ব্যক্তি ছিলেন জেডব্লু গ্লিসন, ইংল্যান্ডের দ্বাদশ ব্যক্তি হিসেবে কেউ ছিলেন না।
টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভার বল করেছিলেন গ্রাহাম ম্যাকেঞ্জি। প্রথম আউট হন জিওফ্রে বয়কট। ৩৭ বলে ৮ রান করে অ্যালান থমসনের বলে বিল লরির হাতে ক্যাচ দিয়ে আউট হন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রান আউট হন বেসিল ডি অলিভেইরা। ইয়ান চ্যাপেলের থ্রো ধরে রান আউট করেন রডনি মার্শ। প্রথম বোল্ড হন রে ইলিংওয়ার্থ। তাঁকে আউট করেছিলেন কিথ স্ট্যাকপোল। ৩৯.৪ ওভারে ইংল্যান্ড ১৯০ রানে অল আউট হয়ে যায়। ১১৯ বলে ৮২ রান করেছিলেন জন এডরিচ। একদিনের আন্তর্জাতিকে প্রথম হাফসেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকেই। অ্যাশলে ম্যালেট ও কিথ স্ট্যাকপোল ৩টি করে উইকেট দখল করেছিলেন। জবাবে খেলতে নেমে ৩৪.৬ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। ১০৩ বলে ৬০ রান করেছিলেন ইয়ান চ্যাপেল। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন এডরিচ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!