Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২০, ২০২১

আবার ইডেনের ২২ গজে ব্যাট হাতে নামবেন সৌরভ গঙ্গোপাধ্যায়

আবার ইডেনের ২২ গজে ব্যাট হাতে নামবেন সৌরভ গঙ্গোপাধ্যায়

আবারও ব্যাট হাতে ২২ গজে দেখা যাবে দাদাকে। তাও আবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্স। স্টেপ আউট করে বল গ্যালারিতে পাঠাবেন সৌরভ। সে দৃশ্য দেখার সুযোগ ফের পাবেন দর্শকরা। কী অবাক লাগছে?  সত্যিই ক্রিকেটে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আসলে ব্যাপারটা হল— একটি প্রদর্শনী ম্যাচে মাঠে নামবেন বিসিসিআই সভাপতি। আগামী ৪ ডিসেম্বর কলকাতায় বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে। সেই সভাতে যোগ দিতে বোর্ড কর্তারা দু’দিন আগেই পৌঁছে যাবেন। আর বার্ষিক সভার ঠিক আগের দিন অর্থাৎ ৩ ডিসেম্বর ক্রিকেটের নন্দন কাননে একটি বিশেষ প্রদর্শনী ম্যাচের আয়োজন করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেখানেই ব্যাট হাতে দেখা যাবে দাদাকে। ফলে আবারও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের ব্যাটিং দেখার সুযোগ পাবেন তাঁর অনুরাগীরা। গত বছরও আহমেদাবাদে বোর্ড কর্তাদের এরকম একটা ম্যাচ হয়েছিল। এবার সেই ম্যাচই আয়োজিত হবে ইডেনে।

প্রসঙ্গত, করোনা উপেক্ষা করে প্রায় ২ বছর পর রবিবার ইডেনে  ফিরছে ক্রিকেট। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচের জন্য নতুন করে সেজে উঠেছে স্টেডিয়াম। শনিবার সৌরভ স্বয়ং ম্যাচের প্রস্তুতি  দেখে গিয়েছেন। পিচ কিউরেটর এবং আয়োজনের দায়িত্বে থাকা অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথাও বলেন । করোনা আবহে দর্শকদের নিরাপত্তা নিয়েও বিশেষ সতর্ক প্রশাসন।  দীর্ঘদিন পর শহরে ক্রিকেট ফেরায়, সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। রবিবারের ম্যাচের পরও ইডেনে ক্রিকেট আমেজ যে  থাকবে, তা স্পষ্ট হয়ে গেল। সকলের প্রায় দাদার ব্যাটের কামাল দেখতে  অপেক্ষায় প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!