Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৭, ২০২২

প্রথম আফ্রিকান ও আরব মহিলা হিসেবে ইউএস ওপেনের সেমিফাইনালে জাবেউর

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রথম আফ্রিকান ও আরব মহিলা হিসেবে ইউএস ওপেনের সেমিফাইনালে জাবেউর

ইতিহাস গড়লেন তিউনিসিয়ার ওনস জাবেউর। প্রথম আফ্রিকান ও আরব মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে তিনি হারিয়েছেন অস্ট্রেলিয়ার আজলা টমলজানোভিকে। খেলার ফল ৬–৪, ৭–৬। সেমিফাইনালে ওনস জাবেউর খেলবেন ক্যারোলিন গার্সিয়ার বিরুদ্ধে। প্রতিযোগিতার সপ্তদশ বাছাই গার্সিয়া কোয়ার্টার ফাইনালে ৬–৩, ৬–৪ ব্যবধানে হারিয়েছেন কোকো গউফকে।

এর আগে উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন জাবেউর। ফাইনালে কাজাখস্তানের এলেনা রাইবাকিনার কাছে তিন সেটে পরাজিত হয়েছিলেন। উইম্বলডনের ফাইনালে ওঠাটা তাংর আত্মবিশ্বাস বাড়িয়েছিল। তিনি বলেন, ‘‌উইম্বলডনের পর আমি খুবই ইতিবাচক ছিলাম। ফাইনালে হারলেও জানতাম গ্র্যান্ড স্ল্যাম জেতা ক্ষমতা আমার মধ্যে ছিল। সেই বিশ্বাস থেকেই আমি ইউএস ওপেনের সেমিফাইনালে।’‌ কোর্টে তাঁর অগ্রগমনের জন্য জাবেউরকে তিউনিসিয়ার ভক্তরা ‘‌সুখের মন্ত্রী’‌ হিসাবে স্নেহ করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!