Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৬, ২০২৩

রাজধানীতে তিরঙ্গা হাতে বিরোধীদের জোটবদ্ধ মিছিল! আদানি ইস্যুতে তদন্তের দাবিতে পদযাত্রায় সামিল ডান থেকে বাম সকলে। গরহাজির তৃণমূল

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজধানীতে তিরঙ্গা হাতে বিরোধীদের জোটবদ্ধ  মিছিল!  আদানি ইস্যুতে তদন্তের দাবিতে পদযাত্রায় সামিল ডান থেকে বাম সকলে। গরহাজির তৃণমূল

দিল্লির রাজপথে তেরঙ্গা হাতে বিরোধীদের জোটবদ্ধ মিছিল। আদানি শেয়ার কেলেঙ্কারিতে যৌথ সংসদীয় তদন্তের দাবিতে তাঁরা সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত পদযাত্রায় সামিল হন। সংসদ মুলতুবি হয়ে গেলে বিরোধীরা একসাথে তাঁদের প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। জমায়েতে সমস্ত দলের সাংসদদের উপস্থিতি দেখা গেলেও অনুপস্থিত ছিল তৃণমূল।

বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শাসক -বিরোধী দ্বৈরথে তা স্থগিত হয়ে যায়। বিরোধীদের অভিযোগ দিনের পর দিন আদানি ইস্যুতে যৌথ সংসদীয় তদন্তের দাবি জানানো হয়েছে , গুরুত্ব দেয়নি কেন্দ্রের শাসক দল। তাই নিজেদের পূর্বসিদ্ধান্ত অনুযায়ী বিরোধী দলের সাংসদরা যৌথভাবে তিরঙা হাতে বিজয় চক পর্যন্ত পদযাত্রা শুরু করেন। মিছিলে সামিল হন, ডিএমকে, শিবসেনা(উদ্ধব গোষ্ঠী), আরজেডি, এনসিপট, সমাজবাদী পার্টি এবং সিপিআই ও সিপিএম সাংসদরা।

মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী সোনিয়া গান্ধী। তিনি তেরঙ্গা হাতে নিয়ে সংসদের ১ নম্বর গেট থেকে মিছিলের সূচনা করেন। নেতৃত্বে অবশ্য ছিলেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। তিনি বার বার সংসদের অধিবেশন বাতিল হয়ে যাওয়ার জন্য কেন্দ্রের শাসক দলকে দায়ী করেন।

মিছিল শেষ হয়ে যাওয়ার পর সাংবাদিক সম্মেলনে মিলিত হন। কংগ্রেসের নেতা খাড়গে বলেছেন, বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশনে একাধিক বিল পাশ করনো হয়েছে । তাঁর কথায়, ১২ মিনিটের মধ্যে ৫০ লক্ষ টাকার বাজেট আজ পাশ করিয়েছে মোদি সরকার। শাসক দল গণতন্ত্র নিয়ে বড়ো বড়ো কথা বলেন কিন্তু কারর আদানি কেলেঙ্কারিতে কেন্দ্র  কেন তাঁদের দাবি মতো যৌথ সংসদীয় কমিটির নেতৃত্বে তদন্ত করাতে চাইছেন না তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেছেন,  নির্দিষ্ট ইস্যু থেকে নজর ঘোরাতে বার বার রাহুল গান্ধীর লণ্ডন বক্তৃতার জন্য ক্ষমা চাইবার প্রসঙ্গ উত্থাপন  করছেন বিজেপি সাংসদরা। কিন্তু এসব করে তাঁদের আন্দোলন থামানো সম্ভব নয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!