শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
৯৫ তম অস্কার প্রাপকদের নামের পূর্ণাঙ্ক তালিকা প্রকাশিত হয়েছে । সেরা অরিজিনাল গানের শিরোপা এবার ‘নাটু নাটু ‘র মুকুটে । ভারতীয় সঙ্গীতের বিশ্বজনীন এই সাফল্য ভারতের পক্ষে গর্বের ।
‘Naatu Naatu’ from ‘RRR’ wins the Oscar for Best Original Song! #Oscars #Oscars95 pic.twitter.com/tLDCh6zwmn
— The Academy (@TheAcademy) March 13, 2023
“Naatu Naatu” from #RRR wins Best Original Song at the #Oscars. https://t.co/ndiKiHfmID pic.twitter.com/d7ZSoRps2d
— Variety (@Variety) March 13, 2023
অস্কারের মঞ্চে ভারতের জয়রথের চাকা এখানেই থামেনি । শর্ট ক্যাটাগরিতে সেরা তথ্যচিত্র-সহ একাধিক ক্যাটাগরিতে ভারতীয় ছবি ‘দি এলিফ্যান্ট হুইসপারার্স’ অস্কার পুরস্কার পেল । ভারত থেকে চলতি বছরে অস্কারের জন্যে মনোনীত হয়েছিল আরেকটি ভারতীয় ছবি শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’। এটি সেরা তথ্য ফিচার ছবি পুরস্কৃত হতে পারে বলে জল্পনা চললেও শেষপর্যন্ত ভাগ্যে শিকে ছেড়েনি । উল্লেখ্য, ‘অল দ্যাট ব্রিদস’ এর আগে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হয়েছে । বিশ্বজুড়ে চলা ফিল্ম ফেস্টিভালগুলিতে ‘অল দ্যাট ব্রিদস’ নানা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে ।
এসএস রাজামৌলির ‘নাটু নাটু’ গানটি বিশেষভাবে জনপ্রিয় হয়েছে লাখো লাখো পশ্চিমী শ্রোতার কাছে । একইসঙ্গে বিশ্বের অন্যপ্রান্তেও ছড়িয়ে পড়েছে । আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্যে খবর সিনেমামোদী মাত্রই গর্ববোধ করবেন । দক্ষিণী সুরকার এআর রহমান আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সঙ্গীত সুপরিচিত করিয়েছেন গত ৯০ দশকেই । ‘নাটু নাটু’ গান সেরা অরিজিনাল গানের শিরোপা পাওয়ায় ফের দক্ষিণ ভারতীয় ছবির গান অস্কারের চোখধাঁধানো সাফল্য পাচ্ছে । উল্লেখ্য, এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর ছবির গান ৪৮তম ফিল্ম ক্রিটিকস পুরস্কারও পেয়েছে ।
২০২২ সালের মার্চ মাসে আরআরআর ছবিটি মুক্তি পায় । ‘নাটু নাটু ‘ গানে সুরারোপ করেছেন এমএম কিরভানি । কিরভানি অন্ধ্রৱপ্রদেশের বোভভুরের নাগরিক । গোটা পরিবারই সঙ্গীত ও সুরের জগতের সঙ্গে যুক্ত । কিরভানির বাবা প্রসিদ্ধ গীতিকার, ভাই পেশায় গায়ক ও সঙ্গীত পরিচালক ।
যেসব ছায়াছবি এবছর অস্কার সম্মানে সম্মামিত হলো —
The complete list of 95th Oscars winners (updating LIVE). #Oscars95 https://t.co/869N2H4Jc1
— The Academy (@TheAcademy) March 13, 2023
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34