Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র প্রচ্ছদ রচনা
  • মার্চ ১৩, ২০২৩

নাটু নাটুর গানে উছ্বসিত বিশ্ব। অস্কারে সম্মানিত এমএম কিরভানি এবং গীতিকার চন্দ্রাবোস।ভারতের মুকুটে আরও পালক

আরম্ভ ওয়েব ডেস্ক
নাটু নাটুর গানে উছ্বসিত বিশ্ব। অস্কারে সম্মানিত এমএম কিরভানি এবং গীতিকার চন্দ্রাবোস।ভারতের মুকুটে আরও পালক

৯৫ তম অস্কার প্রাপকদের নামের পূর্ণাঙ্ক তালিকা প্রকাশিত হয়েছে । সেরা অরিজিনাল গানের শিরোপা এবার ‘নাটু নাটু ‘র মুকুটে । ভারতীয় সঙ্গীতের বিশ্বজনীন এই সাফল্য ভারতের পক্ষে গর্বের ।

অস্কারের মঞ্চে ভারতের জয়রথের চাকা এখানেই থামেনি । শর্ট ক্যাটাগরিতে সেরা তথ্যচিত্র-সহ একাধিক ক্যাটাগরিতে ভারতীয় ছবি ‘দি এলিফ্যান্ট হুইসপারার্স’ অস্কার পুরস্কার পেল । ভারত থেকে চলতি বছরে অস্কারের জন্যে মনোনীত হয়েছিল আরেকটি ভারতীয় ছবি শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’। এটি সেরা তথ্য ফিচার ছবি পুরস্কৃত হতে পারে বলে জল্পনা চললেও শেষপর্যন্ত ভাগ্যে শিকে ছেড়েনি । উল্লেখ্য, ‘অল দ্যাট ব্রিদস’ এর আগে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হয়েছে । বিশ্বজুড়ে চলা ফিল্ম ফেস্টিভালগুলিতে ‘অল দ্যাট ব্রিদস’ নানা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে ।

এসএস রাজামৌলির ‘নাটু নাটু’ গানটি বিশেষভাবে জনপ্রিয় হয়েছে লাখো লাখো পশ্চিমী শ্রোতার কাছে । একইসঙ্গে বিশ্বের অন্যপ্রান্তেও ছড়িয়ে পড়েছে । আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্যে খবর সিনেমামোদী মাত্রই গর্ববোধ করবেন । দক্ষিণী সুরকার এআর রহমান আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সঙ্গীত সুপরিচিত করিয়েছেন গত ৯০ দশকেই । ‘নাটু নাটু’ গান সেরা অরিজিনাল গানের শিরোপা পাওয়ায় ফের দক্ষিণ ভারতীয় ছবির গান অস্কারের চোখধাঁধানো সাফল্য পাচ্ছে । উল্লেখ্য, এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর ছবির গান ৪৮তম ফিল্ম ক্রিটিকস পুরস্কারও পেয়েছে ।

২০২২ সালের মার্চ মাসে আরআরআর ছবিটি মুক্তি পায় । ‘নাটু নাটু ‘ গানে সুরারোপ করেছেন এমএম কিরভানি । কিরভানি অন্ধ্রৱপ্রদেশের বোভভুরের নাগরিক । গোটা পরিবারই সঙ্গীত ও সুরের জগতের সঙ্গে যুক্ত । কিরভানির বাবা প্রসিদ্ধ গীতিকার, ভাই পেশায় গায়ক ও সঙ্গীত পরিচালক ।

যেসব ছায়াছবি এবছর অস্কার সম্মানে সম্মামিত হলো —

  • সেরা চলচ্চিত্র – এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
    সেরা পরিচালক – ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
    সেরা অভিনেত্রী – মিশেল ইয়েহ (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
    সেরা অভিনেতা – ব্র্যান্ডন ফ্রেজার (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
    সেরা সহ-অভিনেত্রী – জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
    সেরা সহ-অভিনেতা – কে হুয় কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
    সেরা অরিজিনাল সং – নাটু নাটু (আরআরআর)
    বেস্ট অরিজিনাল স্কোর – অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
    সেরা চিত্রনাট্য – (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
    সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য – ওমেন টকিং
    সেরা তথ্যচিত্র (ফিচার ফিল্ম) – নাভালনি
    সেরা তথ্যচিত্র (শর্ট ক্যাটাগরি) – দ্য এলিফ্যান্ট হুইসপার্স
    সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম – ওইলেমেরো দে তোরোস পিনোচ্চিও
    সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম – দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স
    সেরা সিনেমাটোগ্রাফি – অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
    সেরা প্রোডাকশন ডিজাইন – অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
    সেরা লাভ অ্যাকশন শর্ট ফিল্ম – অ্যান আইরিশ গুডবাই
    বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম – অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
    বেস্ট সাউন্ড – টপ গান: ম্যাভেরিক
    সেরা কস্টিউম ডিজাইন – ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ড্ ফরএভার
    বেস্ট হেয়ার ও মেকআপ – দ্য হোয়েল
    সেরা সম্পাদনা – এভরিথিং এভরিহো্য়্যার অল অ্যাট ওয়ান্স

  • Tags:

Read by: 117 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!