- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২২, ২০২২
‘ভারত কেন অস্ট্রেলিয়ায় পাকিস্তানের সঙ্গে খেলছে?’ বিস্ফোরক ওয়াইসি

রবিবার মেলবোর্নে টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তার আগেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কোনো ম্যাচ খেলা উচিত নয় বলে মন্তব্য করলেন অল ইন্ডিয়া মজলিস–ই–ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান তথা লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেছেন, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। সেই কথার পরিপ্রেক্ষিতে ওয়াইসি বলেন, ‘কেন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলছে ভারত? খেলা উচিৎই নয়। হ্যাঁ, আমরা পাকিস্তানে গিয়ে ওঁদের সঙ্গে খেলব না, কিন্তু অস্ট্রেলিয়াতে গিয়ে আমি পাকিস্তানের সঙ্গে খেলব। এটার মানে কী? না খেললে কোথাও খেলব না। এক জায়গায় খেলব না, অন্য জায়গায় খেলব। এটার কোনও অর্থ নেই। হ্যাঁ, এতে ১০০০ থেকে ২০০০ কোটি টাকা ক্ষতি হবে। কিন্তু এটা কি ভারত–পাক সমস্যার থেকেও বেশি দামী? একেবারেই নয়, তাই খেলা উচিৎ নয়।’
যদিও আসাদুদ্দিন ওয়াইসি চান রবিবারের ম্যাচে ভারত জিতুক। তিনি বলেন, ‘আমি জানি না রবিবারের ম্যাচ কে জিতবে। তবে আমি এটাই চাই যে ভারত জিতুক এবং মহম্মদ সামির, মহম্মদ সিরাজের মতো আমাদের ছেলেরা পাকিস্তানকে চূর্ণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করুক। ভারত জিতলে সমর্থকরা তাদের বুকে তুলে নাচবে। যদি ভারত হারে, ওদের দোষ খুঁজে বার করতে শুরু করবে। আপনাদের সমস্যা কী? এটা ক্রিকেট।’
ভারত–পাকিস্তান টি২০ বিশ্বকাপে দ্বৈরথের আগে বক্তব্য ও পাল্টা বক্তব্যে দুই দেশের ক্রিকেট মহল দারুণ সরগরম। পাকিস্তান কর্তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটারদের কেউ কেউ বলছেন, বিশ্বকাপ, এমনকী রবিবারের টি২০ বিশ্বকাপেও ভারত–পাক ম্যাচ বয়কট করা উচিত পাকিস্তানের। এই আবহে মুখ খুলেছেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, ‘ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে কি যাবে না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।’
❤ Support Us