- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৯, ২০২৪
২৪ ঘন্টার মধ্যেই ভোলবদল পাক বোর্ডের! মহম্মদ ইউসুফকে সরিয়ে আজহার মেহমুদকে কোচের দায়িত্ব

নিজেদের ক্রমশ হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একদিনের বিশ্বকাপে ব্যর্থতার পর বাবর আজমকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল। টি২০ ক্রিকেটে অধিনায়ক করা হয়েছিল শাহিন আফ্রিদিকে। আর টেস্টে শান মাসুদকে। একটা সিরিজ যেতে না যেতেই শাহিন আফ্রিদিকে সরিয়ে আবার নেতৃত্বে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে বাবর আজমকে। আবারও নিজেদের হাসির খোড়াক করেছে পাক বোর্ড। একদিন আগেই ঘোষণা করেছিল অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হবে মহম্মদ ইউসুফকে। ২৪ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল। কোচের দায়িত্ব তুলে দেওয়া হল আজহার মেহমুদের হাতে।
গতবছর একদিনের বিশ্বকাপের পর প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন মিকি আর্থার। তারপর থেকেই বিদেশি কোচের সন্ধানে ছিলেন পাক বোর্ড কর্তা। পিএসএল চলাকালীন প্রস্তাব দেওয়া হয়েছিল শেন ওয়াটসনকে। এছাড়া প্রাক্তন ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডারকেও প্রস্তাব দিয়েছিলেন কর্তারা। কেউই রাজি হননি। সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ। তাই আপাতত অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের পথেই হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে আজহার মেহমুদকে বেছে নেওয়া হলেও মহম্মদ ইউসুফকে একেবারে ব্রাত্য করা হয়নি। তাঁকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। স্পিন বোলিং কোচ করা হয়েছে সঈদ আজমলকে। আর দলের ম্যানেজার করা হয়েছে প্রাক্তন জোরে বোলার ও বর্তমান নির্বাচক ওয়াহাব রিয়াজকে। চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে ১৮, ২০ ও ২১ এপ্রিল। ২৫ ও ২৭ এপ্রিল লাহোরে হবে শেষ দুই ম্যাচ। নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্বকাপের আগে আরও সাতটি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান। এরমধ্যে তিনটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ও চারটি ইংল্যান্ডের বিরুদ্ধে।
❤ Support Us