- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৩০, ২০২৪
ব্যাডমিন্টনে দুর্দান্ত জয় লক্ষ্যর, হকিতে ড্র, হতাশ করল পুরুষদের তীরন্দাজ দল

অলিম্পিকে ব্যাডমিন্টনে গ্রুপ লিগে গুয়েতমালার কেভিন কর্ডনের বিরুদ্ধে জিতেছিলেন লক্ষ্য সেন। কনুইয়ে চোটের জন্য অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কেভিন কর্ডন। ফলে সেই ম্যাচ বাতিল বলে ঘোষণা করে। আবার নতুন সূচি তৈরি করে অলিম্পিক কমিটি। মঙ্গলবারই আবার খেলতে নেমেছিলেন লক্ষ্য। দুর্দান্ত জয় তুলে নিলেন। সরকারিভাবে এটাই এবারের অলিম্পিকে লক্ষ্যর প্রথম জয়। অন্যদিকে, চোটের জন্য প্রতিযোগিতা থেকে প্রতিপক্ষ সরে দাঁড়ানোয় ডাবলসে প্রথম ম্যাচে বাই পেলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি।
জীবনের প্রথম অলিম্পিক খেলছেন লক্ষ্য সেন। দারুণ ছন্দে রয়েছেন এই ভারতের এই শাটলার। বিশ্বের ৫২ নম্বর বেলজিয়ামের কারাগজিকে হারালেন ২১–১৯, ২১–১৪ ব্যবধানে। চাপের মুখেও নিজেকে দারুণভাবে মেলে ধরেন লক্ষ্য সেন। প্রথম গেমে একসময় ১৮–১৭ পয়েন্টে পিছিয়ে ছিলেন। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেন। দ্বিতীয় গেমে অবশ্য দাপট বজায় রেখে জিতে নেন লক্ষ্য।
ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির প্রথম ম্যাচ বাতিল হয়ে গেল। জার্মানির মার্ক ল্যামসফাস এবং মারভিন সিডেলের বিরুদ্ধে ম্যাচ ছিল। কিন্তু হাঁটুর চোটের জন্য অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মার্ক ল্যামসফাস। ফলে জার্মান জুটিকে অলিম্পিক থেকে সরে দাঁড়াতে হয়েছে। জার্মান জুটি সরে দাঁড়ানোয় বাই পেয়ে গেলেন সাত্ত্বিকরা।
এদিকে, পুরুষদের তীরন্দাজির দলগত বিভাগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ভারত। শেষ আটের লড়াইয়ে তুরস্ক ৬–২ ব্যবধানে হারিয়েছে ভারতকে। ভারতীয় দলে ছিলেন তরুণদীপ রাই, প্রবীণ রমেশ যাদব ও ধীরজ বোম্মাদেবরা।
পুরুষদের হকিতে আর্জেন্টিনার সঙ্গে ১–১ গোলে ড্র করল ভারত। ২২ মিনিটে লুকাস মার্তিনেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে বিপক্ষের ওপর চাপ বাড়ায় ভারত। শেষ পর্যন্ত ৫৯ মিনিটে সমতা ফেরান অধিনায়ক হরমনপ্রীত সিং।
❤ Support Us