Advertisement
  • দে । শ
  • আগস্ট ২৮, ২০২৩

নাকতলা উদয়ন সংঘের পুজোয় মন্ত্রী অরূপ মুখ্য উপদেষ্টা। উদয়ন থেকে কি মুছে গেলেন পার্থ চট্টোপাধ্যায়

আরম্ভ ওয়েব ডেস্ক
নাকতলা উদয়ন সংঘের পুজোয় মন্ত্রী অরূপ মুখ্য উপদেষ্টা। উদয়ন থেকে কি মুছে গেলেন পার্থ চট্টোপাধ্যায়

নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই রাজ্যের সবাই জানতো। এই পুজো নিয়ে নিউআলিপুর সুরুচি সংঘের পুজো অর্থাৎ রাজ্যের মন্ত্রী এরূপ বিশ্বাসের পুজোর জোর টক্কর ছিল। কিন্তু নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতারির পর দল তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করেছে নাকতলা উদ্যান সংঘ। গ্রেফতারেরভ পর তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন একদা তৃণমূলের নম্বর টু নেতা তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে বাদ দেওয়া হয়েছে মন্ত্রিসভা থেকেও! হাতে থাকা দফতরের দায়িত্ব গেছে দলের অন্য মন্ত্রী-বিধায়কদের হাতে। সেই সঙ্গে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোতেও গত বছর থেকে ব্রাত্য পার্থ চট্টোপাধ্যায়।

এবার নাকতলা উদয়ন সংঘের পুজোর মুখ্য উপদেষ্টা রাজ্যের মন্ত্রী ও নিউআলিপুর সুরুচি সংঘের পুজোর কর্ণধার এরূপ বিশ্বাস। একসময় যিনি ছিলেন সর্বময় কর্তা, আজ পুজোর ব্যানার থেকে উধাও হয়ে গিয়েছে সেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম। পার্থ চট্টোপাধ্য়ায়ের পাড়ার ক্লাবে চিফ অ্য়াডভাইসর করা হয়েছে টালিগঞ্জের বিধায়ক ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে।  প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির এক বছরের মাথায়, টালিগঞ্জের বিধায়ক ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে এই ক্লাবের চিফ অ্য়াডভাইসার করা হয়েছে।
যদিও  বিদ্যুৎমন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসের দাবি, হাত বদল নয়। ডেকেছে, তাই এসেছি। তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন,  “১৭ বছর পর ওরা আমাকে ডেকেছে আমি এসেছি। কোনও আক্ষেপ নেই এবিষয়ে। আমাকে ডেকেছে, তাই এসেছি।”
ইতিমধ্যেই নাকতলা উদ্যান সংঘের খুঁটিপুজো হয়ে গেছে। এরূপ বিশ্বাস সুরুচি সঙ্ঘের পুজোর সঙ্গে প্রথম দিন থেকে যুক্ত থাকলেও, ক্লাবে কোনও পদ নেই। নিজের বিধানসভা এলাকার সব পুজোর সঙ্গেই তিনি রয়েছেন।
দীর্ঘদিন ধরে টালিগঞ্জ  এলাকার বিধায়ক হলেও নাকতলা উদ্যানের পুজোর সঙ্গে তেমন ভাবে জড়িত ছিলেন অরূপ বিশ্বাস। কিন্তু এখন ছবিটা সম্পূর্ণ আলাদা। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পরেই তাঁর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ক্লাবের। এবার পুজো থেকে পাকাপাকি ভাবেই বাদ পার্থ চট্টোপাধ্যায়।এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলছেন, “অরুপ দা সব পুজোর আলেকজান্ডার, সবেতেই আছে….।” এই প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি সাংসদ সুভাষ সরকারের মন্তব্য, “ওখানে একটা কারাগার করে পার্থর অস্থায়ী মূর্তি বসানো হোক…”
নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো পরিচিত ছিল পার্থ চট্টোপাধ্য়ায়ের পুজো বলেই। তারপরে সামনে আসে শিক্ষা-নিয়োগ দুর্নীতির ছবি। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল নগদ, গয়নার পাহাড়। শিক্ষা দুর্নীতির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে। তারপরে অর্পিতা এবং পার্থ দুজনেই গ্রেফতার হন।
নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর এবার ৩৮ তম বর্ষ। তাদের থিম হৃদয়পুর। রাজনৈতিক মহলের প্রশ্ন, নাকতলার হৃদয়পুর থেকে কি এবার পাকাপাকিভাবে বিদায় নিলেন পার্থ চট্টোপাধ্য়ায়?
প্রসঙ্গত ২০২২-এর দুর্গাপুজোয় নাকতলা উদ্যান সংঘের পুজোয় তেমন ভিড় হয়নি। সেই অর্থে পারব চট্টোপাধ্যায় পুজোর মধ্যমনি থাকাকালীন নাকতলা উদ্যান সংঘের  পুজোর যে জেলা ছিল, সেটা ম্লান হয়ে যায়। উদ্বোধনের দিন থেকে বিসর্জনের দিন পর্যন্ত যে ভিড় নাকতলা উদয়ন সংঘে হট সেটা গতবার ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করতে আসেননি। সব কিছু বিচার বিবেচনা করেন এবার নাকতলা উদয়ন সংঘের কর্মকর্তারা এরূপ বিশ্বাসকে পাশে নিয়েছেন। যাতে আবার নাকতলা উদয়ন সংঘের পুজো আবার হারানো জেলা ফিরে পায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!