Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১, ২০২৪

নিষিদ্ধ ড্রাগ ব্যবহার, নির্বাসিত ফরাসি বিশ্বকাপার পল পোগবা

আরম্ভ ওয়েব ডেস্ক
নিষিদ্ধ ড্রাগ ব্যবহার, নির্বাসিত ফরাসি বিশ্বকাপার পল পোগবা

নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অপরাধে ৪ বছরের জন্য নির্বাসিত ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য পল পোগবা। তাঁকে নির্বাসিত করেছে ইতালির জাতীয় অ্যান্টি ডোপিং ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে এই নির্বাসন কার্যকর হবে। যদিও এই রায়ের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আবেদন করতে পারবেন পোগবা।

এই মুহূর্তে সিরি ‘‌এ’‌–তে জুভেন্টাসের হয়ে খেলছেন পোগবা। ২০২৩ সালের ২০ আগস্ট জুভেন্টাস ও উদিনেসে ম্যাচের পর ডোপ পরীক্ষার জন্য পোগবার মূত্রের নমুনা সংগ্রহ করা হয়। তাঁর মূত্রের নমুনায় টেস্টোস্টেরনের মাত্রা অনেকটাই বেশি ছিল। টেস্টোস্টেরন হল একটি পুরুষদের প্রধান স্টেরয়েড হরমোন, যা শুক্রাশয়ে উৎপন্ন হয়। এই হরমোন ক্রীড়াবিদদের শক্তি বাড়াতে সাহায্য করে। প্রথম নমুনায় টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকায় সেপ্টেম্বরে পোগবাকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়।

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অক্টোবরে পোগবার নমুনা দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাতেও একই ফলাফল আসে। এরপরই ইতালির অ্যান্টি ডোপিং প্রসিকিউটর, অ্যান্টি ডোপিং ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছিল পোগবাকে ৪ বছরের জন্য নির্বাসিত করার। আদালত সেই আবেদনে সাড়া দিয়েছে।

নির্বাসিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন পোগবা। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। পোগবার বতব্য, তিনি ইচ্ছাকৃতভাবে কোনও নিষিদ্ধ ড্রাগ নেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের এক চিকিৎসক বন্ধুর পরামর্শে একটা ওষুধ সেবন করেছিলেন। তাতে টেস্টোস্টেরন ছিল কিনা তিনি জানতেন না। আইনি পথেই তিনি লড়াই করবেন বলে জানিয়েছেন। আসল সত্য  উন্মোচনের জন্য কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন ২০১৮ ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই ফুটবলার। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!