Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১, ২০২৩

বিশ্বকাপের ভেন্যুর নিরাপত্তা খতিয়ে দেখতে পাক প্রতিনিধি দল আসছে ভারতে

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপের ভেন্যুর নিরাপত্তা খতিয়ে দেখতে পাক প্রতিনিধি দল আসছে ভারতে

পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কিনা, তা নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহনা চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বল ঠেলে দিয়েছে সরকারের কোর্টে। ভারতে ক্রিকেট দল পাঠানোর মতো পরিস্থিতি আছে কিনা, তা খতিয়ে দেখতে একটা প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান। এই দল ভারতে পাকিস্তান ম্যাচের বিশ্বকাপের ভেন্যুগুলির নিরাপত্তা খুঁটিয়ে দেখে সরকারকে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই ভারতে দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রককে মিলিয়ে তৈরি হয়েছে ইন্টার প্রভিন্সিয়াল কোঅর্ডিনেশন (স্পোর্টস) মিনিস্ট্রি। এই কমিটির সবুজ সঙ্কেত পেলে তবেই ভারতে খেলতে আসবেন বাবর আজমরা। যদি কোনও ভেন্যুর নিরাপত্তা সম্পর্কে সন্দেহ থাকে, তাহলে ভেন্যু বদলের আবেদন করা হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর এই প্রতিনিধিদল পাঠানো হবে। ঈদের ছুটির পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যানের আনুষ্ঠানিকভাবে  নিয়োগ করা হবে।
বিশ্বকাপের সূচি অনুযায়ী ৬ অক্টোবর হায়দরাবাদে অভিযান শুরু করবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। যোগ্যতা অর্জনের মাধ্যমে যে দল বিশ্বকাপের টিকিট অর্জন করবে, তাঁদের বিরুদ্ধেই প্রথম ম্যাচে খেলতে নামবে পাক দল। ১৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে আমেদাবাদের খেলবে পাকিস্তান। ২০ তারিখ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া, ২৩ ও ২৭ তারিখ চেন্নাইতে যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। এরপর কলকাতার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন বাবর আজমরা।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!