- Uncategorized ন | ন্দ | ন | চ | ত্ব | র
- অক্টোবর ২৯, ২০২২
লোকসঙ্গীতের দেহতত্ত্ব। গাইবেন তপন রায়, ভাষ্যপাঠে সত্যম রায়চৌধুরী

দেহতত্ত্ব বাংলা লোক সঙ্গীতের প্রাণ। এ প্রাণের মহিমাকে, সহজিয়া ধারাকে দীর্ঘদিনের গবেষণা আর গানের ভেতর দিয়ে জনগণের দরবারে পৌঁছে দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপন রায়।২৯ অক্টোবর, সন্ধ্যা ৬টায় তপনের দেহতত্ত্ব বিষয়ক লোকগীতের পরিবেশনের আয়োজন করেছে গোলপার্কের রামকৃষ্ণ মিশন। তপন গাইবেন, দানের প্রেক্ষিত তুলে ধরবেন এবং ভাষ্যপাঠ করবেন সিস্টার নিবেদিতা বিশ্বিবিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরী। তপন সত্যমের যুগল অনুষ্ঠান সম্ভবত এই প্রথম।লালন ফকির, পাঞ্জুশাহ, জালালুদ্দিন, বিজয় সরকার সহ বহু প্রবাদ প্রতিম পদকর্তা আর সত্যসাধকের গান শোনবেন তপন। আর সত্যম রায়চৌধুরী এঁদের গানের ভাষ্য পাঠ করে বলার চেষ্টা করবেন, লোকসঙ্গীত কেবল বাঙালির গ্রামীণ ঐতিহ্য নয়, তার স্রোত বইছে নাগরিক মননেও, তার সহজিয়া উত্তরণে।
তপন রায়কে লোকসঙ্গীতের জন্য বহু লড়াই আর ত্যাগ করতে হয়েছে। দেশের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। গান সংগ্রহ করেছেন। লোকবিদ্যার ভেতরে প্রবেশ করে বুঝতে চেয়েছেন তার বিবর্তনের নানা অনুসঙ্গ। তপনের সঙ্গীতচর্চার ব্যবহারিক অভিজ্ঞতার পাশাপাশি সত্যম রায় চৌধুরীর যে কন্ঠস্বরের ধ্বনিত, বিমূর্ত ছবি দেখার সুযোগ হবে তা একজন অনুশীলন নিষ্ঠ বাচিক শিল্পীর।
❤ Support Us