Advertisement
  • দে । শ
  • মে ৩০, ২০২৩

বৈষ্ণোদেবী যাওয়ার পথে অতল খাদে বাসের পতন, মৃত ১০। আহত ৫৫। অব্যাহত উদ্ধারকার্য। বাড়তে পারে হতাহতের সংখ্যা

আরম্ভ ওয়েব ডেস্ক
বৈষ্ণোদেবী যাওয়ার পথে অতল খাদে বাসের পতন, মৃত ১০। আহত ৫৫। অব্যাহত উদ্ধারকার্য। বাড়তে পারে হতাহতের সংখ্যা

অমৃতসর থেকে বৈষ্ণোদেবী যাওয়ার পথে খাদে গড়িয়ে পড়ল বাস। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জন। গুরুতরভাবে জখম  আরো অনেকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে , কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অমৃতসর থেকে রওনা হয়ে তীর্থযাত্রী বোঝাই বাসটি কাটরা যাচ্ছিল। সেখানে রয়েছে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার বেসক্যাম্প। অন্তত ৭৫ জন যাত্রী নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে চলেছিল বাসটি। পথে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ঝজ্ঝর কোটলি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। সিনিয়র সুপারিন্ডেডেন্ট চন্দন কোহলি জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়েছেন  ৫৫ জন।  মূলত খারাপ আবহাওয়ার কারণেই জম্মুতে এই বাস দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ রাখতে না বাসটি খাদে পড়ে যায় বলে অনুমান।

জম্মু পুলিশের ডিসি বলেছেন,  বাসে অত্যন্ত ভিড় ছিল সেকারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে। তবে,  এনিয়ে আরো তদন্তের প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।  তিনি আরো  জানিয়েছেন,  ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৭ জনের।  গুরুতর অবস্থায় ৪ জনকে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর একাধিক কর্মীরা। স্থানীয় মানুষও উদ্ধারকাজে সাহায্য করেছেন। জম্মুর ডিসট্রিক্ট কালেক্টর  দপ্তর  থেকে জানানো হয়েছে, বাসটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। বহু মানুষ এখনও আহত অবস্থায় খাদে আটকে রয়েছেন। এই দুর্ঘটনায়  আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।  এখনো পর্যন্ত উদ্ধারকার্য শেষ হয়নি। তাই বহু মানুষের প্রাণোহানির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না উদ্ধারকারীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!