Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ৭, ২০২৩

জি-২০ শীর্ষ সম্মেলনের আগে মোদি-বাইডেন বৈঠক দিল্লিতে

আরম্ভ ওয়েব ডেস্ক
জি-২০ শীর্ষ সম্মেলনের আগে মোদি-বাইডেন বৈঠক দিল্লিতে

নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের আগে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্রের খবর, দুই রাষ্ট্রনেতার ওই বৈঠকে নয়াদিল্লি-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্রের পাশাপাশি আলোচনায় আসবে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের মোকাবিলায় ‘কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়লগ’ বা কোয়াড-এর চার সদস্যরাষ্ট্রের অর্থাৎ ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান সমন্বয় আরও নিবিড় করার প্রসঙ্গও।

এই চর্তুদেশীয় অক্ষের বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যে ২০২৪-এর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বাইডেনের পাশাপাশি ‘বিশেষ অতিথি’ হিসেবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর অর্থাৎ শনি ও রবিবার, জি-২০ শীর্ষ সম্মেলনে আসর বসতে চলেছে নয়াদিল্লিতে। ওই বৈঠকে এ বার সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী মোদি। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, আমেরিকার রাজধানী ওয়াশিংটন থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন বাইডেন। ৮ সেপ্টেম্বর, শুক্রবার,  দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট।

জানা যাচ্ছে, জি-২০ শীর্ষ সম্মেলনের আগে মোদি-বাইডেনের উপস্থিতিতে কোয়াডের অন্য দুই সদস্যরাষ্ট্রের নেতারাও এই বৈঠকে থাকতে পারেন। ২০১৭-তে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া মিলে আনুষ্ঠানিক ভাবে তৈরি হয়েছিল কোয়াড। মূলত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের এক তরফা আগ্রাসন মোকাবিলাবকোয়াড-এর উদ্দেশ্য হলেও, পরবর্তী কালে তার কার্যপ্রণালী আরও ব্যাপ্তি পায়। গত বছর জাপানের টোকিয়োয় শীর্ষবৈঠকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও স্থায়িত্বকে নিশ্চিত করার লক্ষ্যে কোয়াডের সক্রিয়তা বাড়ানোর কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে এবার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে দিল্লিতে, তেমনটাই মনে করছে কুটনৈতিক মহল। প্রসঙ্গত, মোদি এবং বাইডেনের পাশাপাশি আলবানিজ এবং কিশিদাও জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন শুক্রবার। অনেক সম্ভাবনার বাস্তবায়ন হতে চলেছে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর, নয়াদিল্লির জি-২০ শীর্ষ সম্মেলনে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!