Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুলাই ১১, ২০২৪

‘যুদ্ধ নয় বিশ্বকে বুদ্ধ দিয়েছে ভারত’, অষ্টিয়ায় প্রধানমন্ত্রীর ভাষণে শান্তির বাণী

আরম্ভ ওয়েব ডেস্ক
‘যুদ্ধ নয় বিশ্বকে বুদ্ধ দিয়েছে ভারত’, অষ্টিয়ায় প্রধানমন্ত্রীর ভাষণে শান্তির বাণী

মঙ্গলবার অষ্ট্রিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্দিরা গান্ধির ভিয়েনা সফরের চল্লিশ বছর পর সে দেশে গেলেন তিনি। বুধবার একটি সম্মেলনে সে দেশে বসবাসকারী ভারতীয় অভিবাসীদের উদ্দেশ্য করে তিনি বলেন যে, ভারত বিশ্বকে ‘বুদ্ধ’ দিয়েছে। যুদ্ধ দেয়নি। অর্থাৎ এ দেশ সবসময় শান্তি ও প্রগতির প্রসার ঘটিয়েছে। সেজন্য একবিংশ শতকে ভারত অন্যতম শক্তিশালী দেশ রূপে গড়ে উঠছে।

অনাবাসী ভারতীয়দের সম্মেলনে মোদি জানিয়েছেন, ভারত শ্রেষ্ঠতম, উজ্জ্বলতম এবং বৃহত্তম লক্ষ্যে উন্নীত হওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, হাজার হাজার বছর ধরে ভারত তার মেধা ও দক্ষতা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। ভারত বিশ্বকে যুদ্ধের বদলে ‘বুদ্ধ’ দিয়েছে। ভারত শান্তি ও উন্নতির পথ দেখিয়েছে। তাই একুশ শতকে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে।

তাঁর বক্তব্যে ৪১ বছর পরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর অষ্ট্রিয়া সফরের কথাও উঠে এসেছে। উচ্ছ্বসিত মোদি জানিয়েছেন, দীর্ঘ একচল্লিশ বছরের অপেক্ষার অবসানের পর অবশেষে ভারত ও অষ্ট্রিয়া তাদের পঁচাত্তর বছরের সম্পর্ককে উদযাপন করছে।

তিনি বলেন, ‘ভারত এবং অস্ট্রিয়া ভৌগলিকভাবে দুটি ভিন্ন প্রান্তে অবস্থিত, কিন্তু আমাদের অনেক মিল রয়েছে। গণতন্ত্র উভয় দেশকে সংযুক্ত করে। স্বাধীনতা, সমতা, বহুত্ববাদ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা —এগুলি আমরা একে অন্যের মধ্যে ভাগ করে নিয়েছি। আমাদের সমাজ বহুসংস্কৃতি ও বহুভাষিক। উভয় দেশই বৈচিত্র্য উদযাপন করে, এবং এই মূল্যবোধগুলিকে প্রতিফলিত করার একটি বড় মাধ্যম নির্বাচন।

সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনের কথা স্মরণ করে মোদি বলেন যে, ৬৫০ মিলিয়ন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং এত বড় নির্বাচন সত্ত্বেও, ফলাফল কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা করা হয়েছে।

মোদি বলেন, এ হল আমাদের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থার শক্তি। মোদির ভাষণে উঠে এসেছে অর্থনৈতিক উন্নতির প্রসঙ্গ। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে ভারত অদূর ভবিষ্যতে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। আগামী দশ বছরে ভারত ‘বিকশিত ভারত’ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। একটি উন্নত দেশ রূপে ভারত ২০৪৭ সালে স্বাধীনতার একশো বছর উদযাপন করবে।

অনাবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বলেন , ‘আমি সবসময় বিশ্বাস করি যে দুই দেশের মধ্যে সম্পর্ক শুধু সরকার দ্বারা নির্মিত হয় না; সম্পর্ক জোরদার করার জন্য জনগণের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমি এই সম্পর্কের জন্য আপনাদের সকলের ভূমিকাকে গুরুত্বপূর্ণ মনে করি’ ।

মোদির বক্তব্যে উঠে আসে অষ্ট্রিয়ার ভারতচর্চার কথা । তিনি বলেন, আনুমানিক ২০০ বছর আগে, ভিয়েনার বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পড়ানো হত। ১৮৮০ সালে। ইন্ডোলজি বা ভারতবিদ্যার একটি কোর্স চালু হয়। আজ, আমি কিছু বিশিষ্ট ভারতবিদদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। তাঁদের আলোচনা থেকে এটি বেশ স্পষ্ট যে তাঁরা ভারতের ব্যাপারে খুব আগ্রহী।

এই সভায় উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার ফেডারেল শ্রম ও অর্থনীতি মন্ত্রী মার্টিন কোচার। ৩১হাজারের বেশি ভারতীয় অষ্ট্রিয়ায় কর্মসূত্রে বসবাস করেন। প্রায় ৫০০ জন ভারতীয় শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য সে দেশে বসবাস করেন। তাঁদের অনেকে এই সভায় উপস্থিত ছিলেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!