শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
নয়া জ্যাকেটে সংসদে প্রধানমন্ত্রী। ১৫ খানা পরিত্যক্ত বোতলকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর আকাশি নীল রঙের এই পোশাক।
বুধবার লোকসভায় নতুন একটি জ্যাকেট পরে লোকসভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পোশাকটির বিশেষত্ব হল, সাধারণ মানুষের ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে অর্থাৎ রিসাইকেল করে তৈরি হয়েছে এ পোষাক। রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছে, জনতাকে সুস্থায়ী উন্নয়নের বার্তা দিতে প্রধানমন্ত্রীর এমন ভাবনা। সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৫ খানা পরিত্যক্ত বোতল দিয়ে তৈরি এ বস্ত্র পরিধান করে কয়েকদিন আগে বেঙ্গালুরুতে এসেছিলেন প্রধানমন্ত্রী। তখনই বিশেষ এ পোষাকটি সামনে আসে।
সোমবার বেঙ্গালুরুতে ইণ্ডিয়া এনার্জি উইকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ইণ্ডিয়ান অয়েল পুনর্ব্যবহার যোগ্য প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি একটি পোশাক তাঁকে উপহার দেয়। সংস্থা সূত্রে খবর, পেট্রল পাম্প ও এলপিজি এজেন্সি কর্মীদের ইউনিফর্ম এই প্রক্রিয়ায় বানানোর পরিকল্পনা করেছে সংস্থা। ইউনিফর্ম বানাতে মোট ২৮ টি বোতল রিসাইকেল করবার কথা জানান তারা। বোতল দিয়ে পোশাক তৈরির এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘আনবটলড ইনিশিয়েটিভ’। সংস্থা ১০০ মিলিয়ন বোতলকে রিসাইকেল করবার উদ্যোগ নিয়েছে। যার প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি।
ইন্ডিয়ান অয়েলের পদস্থ আধিকারিকরা জানাচ্ছেন, প্রধানমন্ত্রীর জ্যাকেট তৈরির দায়িত্ব নিয়েছিল তামিলনাড়ুর করুরের শ্রী রেঙ্গা পলিমার নামক একটি সংস্থা। সংস্থার ডিরেক্টর সেন্থিল শংকর জানিয়েছেন প্লাস্টিকের বোতলে কাপড় প্রস্তুত করবার সুবিধা হল রং করতে জল ব্যবহৃত হয় না। রিসাইকেল করে তৈরি বোতলের জ্যাকেটের দাম বাজারে পাওয়া যাবে সাধ্যের মধ্যেই। মাত্র ২০০০ টাকা। তিনি আরও বলেন, বোতলের তৈরি এই পোষাকের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করে পোশাক তৈরি সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন ক্রেতারা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34