- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২২, ২০২৪
টানা ৬ বার! ইউরো কাপে নিজের রেকর্ড আরও উন্নত করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

তিনি মাঠে নামলেই তৈরি হয় একের পর এক রেকর্ড। বিশ্ব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডের নামের সঙ্গে কত রেকর্ড যে জড়িয়ে রয়েছে, তার ঠিক নেই। নিজের রেকর্ডকে আরও উন্নতি করতে চলেছেন এই পর্তুগীজ তারকা। এবছর ইউরো কাপে মাঠে নামলে ৬ বার তিনি এই প্রতিযোগিতায় খেলার কৃতিত্ব অর্জন করবেন।
এববছর ইউরো কাপের জন্য দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। ২৬ জনের দলে রেখেছেন ৩৯ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ২০০৪ সালে প্রথম ইউরো কাপে মাঠে নামেন রোনাল্ডো। তারপর থেকে প্রতিটা ইউরো কাপেই খেলেছেন। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ৫ বার খেলার রেকর্ড রোনাল্ডোর দখলে। ইউরো কাপে সবচেয়ে বেশি ম্যাচও তিনিই খেলেছেন। খেলেছেন ২৫টি ম্যাচ। সর্বোচ্চ গোলের রেকর্ডও তাঁর দখলে। ২৫ ম্যাচে করেছেন ১৪ গোল। এবছর রেকর্ড আরও উন্নত করার সুযোগ রোনাল্ডোর সামনে।
বয়স বাড়লেও গোলক্ষুধা কিন্তু কমেনি রোনাল্ডোর। গত বছর ইউরো কাপের বাছাই পর্বের ম্যাচে ১০টি গোল করেছিলেন। সৌদি প্রো লিগে ২৯ ম্যাচে ৩৩ গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ৪৮ গোল। ইউরো কাপে তিনিই যে রবার্তো মার্টিনেজের তুরুপের তাস হবেন, সেকথা বলার অপেক্ষা রাখে না। আক্রমণে যেমন অভিজ্ঞ রোনাল্ডোর ওপর ভরসা করেছেন মার্টিনেজ, তেমনই রক্ষণে বর্ষীয়ান পেপের ওপর। পোর্তোর ৪১ বছর বয়সী পেপেকে ২৬ জনের দলে রেখেছেন মার্টিনেজ।
ইউরোর জন্য পর্তুগালের দল:
গোলকিপার: দিয়োগো কোস্তা (পোর্তো), হোসে সা (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), রুই প্যাট্রিসিও (এএস রোমা)।
ডিফেন্ডার : আন্তোনিও সিলভা (বেনফিকা), দানিলো পেরেইরা (পিএসজি), দিয়োগো ডালট (ম্যানচেস্টার ইউনাইটেড), গনকালো ইনাসিও (স্পোর্টিং), জোয়াও ক্যানসেলো (বার্সিলোনা), নেলসন সেমেডো (উলভস), নুনো মেন্ডেস (পিএসজি), পেপে (পোর্তো) ), রুবেন ডায়াস (ম্যানচেস্টার সিটি)।
মিডফিল্ডার : ব্রুনো ফার্নান্ডেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও নেভেস (বেনফিকা), জোয়াও পালহিনহা (ফুলহাম), ওটাভিও মন্টিরো (আল নাসর), রুবেন নেভেস (আল-হিলাল), ভিতিনহা (পিএসজি)।
ফরোয়ার্ড : বার্নার্ডো সিলভা (ম্যানচেস্টার সিটি), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (আল নাসের), দিয়েগো জোটা (লিভারপুল), ফ্রান্সিসকো কনসেইকাও (পোর্তো), গনকালো র্যামোস (পিএসজি), জোয়াও ফেলিক্স (বার্সিলোনা), পেড্রো নেটো (উলভস), রাফায়েল লিও (এসি মিলান)।
❤ Support Us