- দে । শ
- অক্টোবর ১৬, ২০২৪
ফের বাড়ল নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম

নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী মূল্যে নাজেহাল সাধারণ মানুষ, তার মধ্যে ফের বাড়ছে চিকিৎসা সংক্রান্ত খরচের বোঝা । অ্যাজমা, যক্ষ্মা, থ্যালাসেমিয়া ও মানসিক চিকিৎসার মতো ওষুধের দাম এক ধাক্কায় ৫০ শতাংশ বাড়ছে । পাশাপাশি চোখের ছানি অপারেশন পরবর্তি ওষুধের খরচও বাড়ছে।
সোমবার আটটি ওষুধের ১১টি ফর্মুলেশনের সর্বোচ্চ দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি । ওষুধ তৈরির কাঁচামাল সহ বিভিন্ন উপাদানের খরচ বাড়াতেই এই মূল্যবৃদ্ধি । পাশাপাশি ডলারের দাম বাড়ায় আমদানি খরচ বাড়ার জন্যও নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে । ৮ অক্টোবর, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির বৈঠকে দাম বৃদ্ধির সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হয় ।
যে সমস্ত ওষুধগুলির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল, বেনজাইন পেনিসিলিন (১০ লাখ আইইউ ইনজেকশন), অ্যাট্রোপিন ইনজেকশন (০.৬ মি.গ্রা/এমএল), স্ট্রেপটোমাইসিন পাউডার ইনজেকশন (৭০০ এমজি এবং ১০০০ এমজি), স্যালবুটামল ট্যাবলেট, পিলোকরপাইন ড্রপ (২%), কেফাড্রক্সিল ট্যাবলেট (৫০০ এমজি), ডেসফেরিওক্সামাইন(ইনজেকশন) ও লিথিয়াম ট্যাবলেট (৩০০ এমজি)। এর আগে ২০২১ এবং ২০১৯ সালে ৯টি ফর্মুলার ওষুধের দাম ৫০ শতাংশ বেড়েছিল । গত এপ্রিল মাসে একসঙ্গে ৮০০টি ওষুধের দাম বেড়েছিল ।
❤ Support Us