Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১৬, ২০২৪

ফের বাড়ল নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের বাড়ল নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম

নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী মূল্যে নাজেহাল সাধারণ মানুষ, তার মধ্যে ফের বাড়ছে চিকিৎসা সংক্রান্ত খরচের বোঝা । অ্যাজমা, যক্ষ্মা, থ্যালাসেমিয়া ও মানসিক চিকিৎসার মতো ওষুধের দাম এক ধাক্কায় ৫০ শতাংশ বাড়ছে । পাশাপাশি চোখের ছানি অপারেশন পরবর্তি ওষুধের খরচও বাড়ছে।

সোমবার আটটি ওষুধের ১১টি ফর্মুলেশনের সর্বোচ্চ দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি । ওষুধ তৈরির কাঁচামাল সহ বিভিন্ন উপাদানের খরচ বাড়াতেই এই মূল্যবৃদ্ধি । পাশাপাশি ডলারের দাম বাড়ায় আমদানি খরচ বাড়ার জন্যও নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে । ৮ অক্টোবর, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির বৈঠকে দাম বৃদ্ধির সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হয় ।

যে সমস্ত ওষুধগুলির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল, বেনজাইন পেনিসিলিন (১০ লাখ আইইউ ইনজেকশন), অ্যাট্রোপিন ইনজেকশন (০.৬ মি.গ্রা/এমএল), স্ট্রেপটোমাইসিন পাউডার ইনজেকশন (৭০০ এমজি এবং ১০০০ এমজি), স্যালবুটামল ট্যাবলেট, পিলোকরপাইন ড্রপ (২%), কেফাড্রক্সিল ট্যাবলেট (৫০০ এমজি), ডেসফেরিওক্সামাইন(ইনজেকশন) ও লিথিয়াম ট্যাবলেট (৩০০ এমজি)। এর আগে ২০২১ এবং ২০১৯ সালে ৯টি ফর্মুলার ওষুধের দাম ৫০ শতাংশ বেড়েছিল । গত এপ্রিল মাসে একসঙ্গে ৮০০টি ওষুধের দাম বেড়েছিল ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!