Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১১, ২০২৩

আসামের বিরুদ্ধে দুরন্ত পৃথ্বী, মঞ্জরেকারকে টপকে রনজিতে দ্বিতীয় সর্বোচ্চ রান

আরম্ভ ওয়েব ডেস্ক
আসামের বিরুদ্ধে দুরন্ত পৃথ্বী, মঞ্জরেকারকে টপকে রনজিতে দ্বিতীয় সর্বোচ্চ রান

রনজি ট্রফিতে মরশুমটা খুব একটা ভাল যাচ্ছিল না মুম্বইয়ের ওপেনার পৃথ্বী শ–র কাছে। প্রথম চারটি রনজি ম্যাচে ৭ ইনিংসে রান পাননি। অবশেষে রানের খরা কাটিয়ে আসামের বিরুদ্ধে নিজেকে দারুণভাবে মেলে ধরলেন ভারতীয় দলের প্রাক্তন এই ওপেনার। আসামের বিরুদ্ধে ৩৭৯ রান করে রনজি ট্রফিতে সঞ্জয় মঞ্জরেকারের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিলেন।
রনজি ট্রফিতে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে বাওসাহেব নিমবলকারের। ১৯৪৮ সালে তিনি মহারাষ্ট্রর হয়ে কাটিহারের বিরুদ্ধে ৪৪৩ রানে অপরাজিত ছিলেন। এটাই রনজিতে সর্বোচ্চ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ রান রেকর্ড ছিল সঞ্জয় মঞ্জরেকারের। ১৯৯০–৯১ মরশুমে মুম্বইয়ের হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ৩৭৭ রানের ইনিংস খেলেছিলেন। সঞ্জয় মঞ্জরেকারের সেই রেকর্ড ভেঙে দিলেন পৃথ্বী। আসামের বিরুদ্ধে তিনি ৩৭৯ রান করেন। ৩৭৯ রান করার পথে ৩৮৩ বল খেলেছেন পৃথ্বী। আসামের বিরুদ্ধে মাঠে নামার আগে এবছর রনজি ট্রফিতে ৭ ইনিংসে ১৬০ রান করেছিলেন পৃথ্বী। গড় ছিল ২২.‌৮৫। সর্বোচ্চ রান ছিল ৬৮। যদিও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় গত বছর দুর্দান্ত খেলেছিলেন। তিনি করেছিলেন ৩৩২ রান। যার মধ্যে আসামের বিরুদ্ধে ১৩৪ রান করেছিলেন। এছাড়া বিজয় হাজারে ট্রফিতে ৭ ইনিংসে করেছিলেন ২১৭ রান।
গুয়াহাটিতে আসামের বিরুদ্ধে রনজি ম্যাচের প্রথম দিনের শেষে ২৮৩ বলে ২৪০ রান করে অপরাজিত ছিলেন পৃথ্বী। এদিন রীতিমতো ঝড় তুলে ত্রিশতরানে পৌঁছে যান। শেষ পর্যন্ত তিনি ৩৭৯ রান করে রায়ান পরাগের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। পৃথ্বী যখন আউট হন, তখন মুম্বাইয়ের রান ছিল ৩ উইকেটে ৫৯৮। ২৩ বছর বয়সী মুম্বইয়ের এই ওপেনার ২০২১ সালের জুলাইয়ে দেশের হয়ে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন। দেশের হয়ে তিনি ৬টি একদিনের ম্যাচ খেলেছেন। আর টেস্ট খেলেছেন ৫টি। শেষ টেস্ট খেলেছিলেন ২০২০ সালের ডিসেম্বরে। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরিও রয়েছে মুম্বইয়ের এই ওপেনারের। ১টি টি২০ ম্যাচও খেলেছেন পৃথ্বী।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!