- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২০, ২০২৩
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে উত্তাল পেরুর রাজধানী।সংঘর্ষে নিহত ৩৯

দেশের রাষ্ট্রপ্রধানের পদত্যাগ চাইছে পেরুর জনগণ। রাজধানী লিমার রাস্তায় মিছিলে অংশ নিয়েছেন কয়েক হাজার প্রতিবাদী। পুলিশ কঠোর দমনমূলক ব্যবস্থা নিলে প্রতিবাদীদের সঙ্গে সংঘাত বাধে পুলিশের। নিহত বহু মানুষ।
গত একমাস ধরে পেরুতে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত। প্রতিবাদীদের প্রধান দাবি- প্রাক্তন রাষ্ট্রপতির পেড্রো ক্যাস্টিলোর মুক্তি। উল্লেখ্য, ক্যাস্টিলোকে ডিসেম্বর মাসে আইনসভা বিলোপ করে দেওয়ার অভিযোগে গ্রেফতার করে বর্তমান সরকার। তারপর থেকেই তাঁকে দ্রুত ছেড়ে দেওয়ার দাবি প্রবল হতে থাকে দেশের বিভিন্ন মহল থেকে। বর্তমান রাষ্ট্রপতি দিনার বিরুদ্ধে পেরুর বিভিন্ন জায়গায় জন সমাবেশ হতে থাকে। তবে বিগত কয়েকদিনে আন্দোলন আরও প্রবল হয়ে ওঠে। গত মঙ্গলবার এ ব্যাপারে প্রতিবাদ জানাতে গেলে পুলিশি বর্বরতার শিকার হন বহু আন্দোলনকারীরা। ১৭ জন ওই দিনই মারা যান। বৃহস্পতিবার আবার রাজধানীতে রাষ্ট্রপতির ভবনের সামনে তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। বহু শিশু যারা প্রতিবাদীদের সঙ্গে ছিলেন তাঁরাও এই ঘটনায় আহত হয়। এই ঘটনায় গত এক মাসে ৩৯ জনের বেশি এখনও পর্যন্ত মারা গেছেন বলে জানা যাচ্ছে। নিহত হয়েছেন দুজন কিশোরও।
পেরুর ইতিহাসে এত বড় ও বীভৎস জন বিক্ষোভ কখনও হয়নি। আন্দোলনকারীরা প্রাক্তন রাষ্ট্রপতির মুক্তি ছাড়াও বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেছেন। তাদের দাবি, বর্তমান রাষ্ট্রপতি দিনো বুলার্তে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন, বহু মানুষের হত্যার জন্য দায়ী তিনি। তাই রাষ্ট্রপতি পদে থাকবার আর কোনো অধিকার তাঁর নেই বলেই মনে করেন প্রতিবাদীরা। সেই সঙ্গে তাঁরা জানিয়েছেন, দেশের সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথা। আর তাঁর জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন আবশ্যক। দেশের বর্তমান রাষ্ট্রপতি দিনা আলবার্তো প্রতিবাদীদের দ্রুত নির্বাচনের দাবি মেনে নিলেও প্রাক্তন রাষ্ট্রপতিকে ছেড়ে দেওয়ার ব্যাপারে কোনো আশ্বাস দেননি। বরং তাঁর কারাবাস আরও দীর্ঘতর হবার কথাই সংবাদ মাধ্যমকে জানালেন তিনি।
❤ Support Us