Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৪, ২০২৩

মেসির বিরুদ্ধে স্লোগান, নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ পিএসজি সমর্থকদের

এই পরিস্থিতিতে অনুশীলন চলাকালীন নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল পিএসজি ক্লাব কর্তৃপক্ষ

আরম্ভ ওয়েব ডেস্ক
মেসির বিরুদ্ধে স্লোগান, নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ পিএসজি সমর্থকদের

লিওনেল মেসি বিতর্কে উত্তাল পিএসজি। ক্লাবের অনুমতি ছাড়াই পরিবার নিয়ে সৌদি আরবে গেছেন মেসি। সৌদির পর্যটনদূত হিসেবে নিজের প্রতিশ্রুতি পালন করতে। মেসির এই সিদ্ধান্ত মেনে নেয়নি পিএসজি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে দু’‌সপ্তাহের জন্য নির্বাসিত করেছে পিএসজি। এবার মেসির প্রতি ক্ষোভ উগরে দিলেন পিএসজি সমর্থকরা। মেসির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেছে তারা।

সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, ছাপার অযোগ্য ভাষায় গালাগালি দেওয়া হয়েছে মেসিকে। তাঁকে ‘ভাড়াটে খেলোয়াড়’ বলে অভিহিত করেও স্লোগান দেওয়া হচ্ছে। সমর্থকরা মনে করছেন, ক্লাবের অনুশীলনে যোগ না দিয়ে সৌদি আরব সফরে গিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন মেসি। সমর্থকদের ধারণা, অর্থ ছাড়া ক্লাবের প্রতি কোনও টান নেই মেসির।

মেসির পাশাপাশি নেইমারের ওপরও ক্ষিপ্ত পিএসজি সমর্থকরা। প্যারিসে নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে তাঁকে পিএসজি ছাড়তে বলেছেন একদল সমর্থক। নেইমার সেই বিক্ষোভের ভিডিও ইনস্টাগ্রামে পোস্টও করেছেন। এছাড়া পিএসজির অফিসিয়াল সমর্থক গোষ্ঠী ‘আল্ট্রা’র পক্ষ থেকে ক্লাবের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ফ্রান্সের আরএমসি স্পোর্টস জানিয়েছে, বুধবার ফ্রান্সের স্থানীয় সময় বিকেল ৬টা নাগাদ আল্ট্রা–র কয়েকশ সদস্য পিএসজির প্রধান কার্যালয়ের সামনে হাজির হন। প্রত্যেকের হাতে ছিল ক্লাবের প্রতি অসন্তোষ প্রকাশ করা ব্যানার।

এই পরিস্থিতিতে অনুশীলন চলাকালীন নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল পিএসজি ক্লাব কর্তৃপক্ষ। প্যারিসের ক্লাবটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাবের মাঠে অনুশীলন চলাকালীন নিরাপত্তা বাড়ানো হবে। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হবে মেসি এবং নেইমারের বাড়ির সামনেও। পিএসজির পক্ষ থেকে সমর্থকদের বিক্ষোভের নিন্দা করে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‌একটা ছোট সমর্থক গোষ্ঠীর অসহনীয় ও অপমানজনক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায় পিএসজি। এই ধরনের কাজকে ক্লাব কখনোই সমর্থন করে না।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!