- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ১২, ২০২২
প্রকাশ্যে এল অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’র পোস্টার

অনীক দত্ত পরিচালিত বহু অপেক্ষিত ‘অপরাজিত’ ছবির পোস্টার জনসমক্ষে এল । সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়েই ছবিটি তৈরি করেছেন পরিচালক। ছবিতে ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনি তুলে ধরা হয়েছে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিতু কমল ।
প্রথম থেকেই পরিচালক অনীক দত্তর ছবি ‘অপরাজিত’ খবরের শিরোনামে। প্রথমে সত্যজিৎ রায়ের লুকে অভিনেতা জিতু কমলকে দেখে হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়। সত্যজিতের সঙ্গে জিতু কমলের চেহারার হুবহু মিল দেখে অবাক হয়ে যান সিনেপ্রেমারা। সেই থেকেই এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহের সূত্রপাত।
১৯৫৫ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। সেই ছবি তৈরির নেপথ্য কাহিনি ‘অপরাজিত’ ছবিতে তুলে ধরেছেন অনীক দত্ত। চরিত্রগুলোর নাম ও ঘটনার বিবরণ কিছুটা পালটে নিয়েছেন পরিচালক। ছবিতে মূল চরিত্রের নাম অপরাজিত রায় (জিতু কমল)। আর তিনি তৈরি করছেন ‘পথের পদাবলী’ নামের ছবি । অনেক বাধা-বিপত্তির মোকাবিলা করে ‘পথের পাঁচালী’ তৈরি করেছিলেন সত্যজিৎ রায় । সেই কাহিনিই সিনেমার মাধ্যমে বলতে চলেছেন পরিচালক ।
পোস্টার প্রকাশ করার আগেই ছবির একটি বিশেষ ঝলক প্রকাশ্যে এসেছিল। তাতে ছিল সাদা-কালো ফ্রেম। সঙ্গে কাশবন আর রেলগাড়ি । সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র স্মৃতি উসকে দিল অনীকের এই ‘অপরাজিত’র ১০ সেকেন্ডের ঝলক। নতুন এই পোস্টার আবার জাগ্রত স্মৃতির রেশ ।
ছবির পরিচালক অনীক দত্ত, গ্রাফিকশিল্পী রাজকমল আইচ । তবে সেসব এখন অতীত। এখন ছবিটি মুক্তির অপেক্ষায়। নতুন এই ছবিতে সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন দেবজ্যোতি মিশ্র। সিনেম্যাটোগ্রাফার সুপ্রতিম ভোল।
❤ Support Us