Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১০, ২০২৪

মিক্সড মার্শাল আর্টে নজির গড়লেন ভারতের পূজা তোমর

আরম্ভ ওয়েব ডেস্ক
মিক্সড মার্শাল আর্টে নজির গড়লেন ভারতের পূজা তোমর

ইতিহাস রচনা করলেন ভারতের পূজা তোমর। দেশের প্রথম মিক্সড মার্শাল আর্ট যোদ্ধা, লুইসভিলে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে (ইউএফসি) বাউট জিতলেন।শনিবার স্ট্র-ওয়েট (৫২ কেজি) বাউটে ব্রাজিলের রায়ান ডস সান্তোসকে ৩০-২৭, ২৭-৩০, ২৯-২৮ পয়েন্টে পরাজিত করেন।

জয়ের পর সনি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা বলেন, ‘এই জয় আমার জয় নয়। এই জয় সমস্ত ভারতীয় খেলা অনুরাগী এবং ভারতীয় যোদ্ধাদের জন্য উৎসর্গীকৃত।মিক্সড মার্শাল আর্টে ভারতীয় খেলোয়াড়দের হেয় করত বিশ্ব, সেই ধারণায় সজোড়ে আঘাত করতেই আমার এই লড়াই।এই খেলায় অংশগ্রহণকারী দেশগুলো এবার বুঝতে পারবে ভারতীয় যোদ্ধারা পরাজিত নয়।’

রিংএ তাঁর উপস্থিতি ঝড়ের মতোই। উত্তরপ্রদেশের মুজাফফর নগরের বুধনা গ্রামের বাসিন্দা, ৩০ এর এই তরুণ প্রতিভার আরেক নাম ‘ঘূর্ণিঝড়’। ২০২৩ এর অক্টোবরে, বিশ্বের সবচেয়ে বড়ো মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগীতায় প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে নিজের নাম নথিভূক্ত করেন পূজা। এর আগে তিনি তিনি ম্যাট্রিক্স ফাইট নাইট সহ অন্যান্য টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুবার স্ট্র-ওয়েট শিরোপা জিতেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!