- দে । শ
- জুলাই ৮, ২০২৪
মোদিকে ভগবান বলে বিতর্কের মুখে বিজেপি নেতা

নরেন্দ্র মোদী ভগবান। মত পূর্বস্থলীর বিজেপি নেতা অতুলচন্দ্র দাসের। তাতেই বাধল বিতর্ক। মোদিকে শুধু ‘অবতার বা ভগবান’ বলেই থামেননি অতুলচন্দ্র। আরও এক ধাপ এগিয়ে শ্রীরামচন্দ্র, শ্রীচৈতন্য মহাপ্রভু, কালী, দুর্গার সঙ্গে মোদিকে এক পংক্তিতে বসালেন পূর্বস্থলী ২নং ব্লকের বিজেপির ৩ নং মণ্ডল সভাপতি অতুলচন্দ্র। দিনভর উপোস করে ‘শুদ্ধ’ হয়ে স্থানীয় ছাতনি এলাকায় দলের বিজয় উৎসব সভায় যোগ দিতে গিয়ে নরেন্দ্র মোদীর একটি কাট-আউটের মাথায় ঘটি-ভর্তি দুধ-গঙ্গাজল ঢালতেও দেখা যায় তাঁকে। বিষয়টি সম্পর্কে বিজেপির স্থানীয় নেতাদের প্রতিক্রিয়া না মিললেও দেবতাদের সঙ্গে মোদিকে এক আসনে বসানোর তীব্র নিন্দায় মুখর স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে বহু সাধারণ মানুষ।
তবে তাঁর মন্তব্য নিয়ে ওঠা বিতর্কের ঝড়ে এতটুকুও হেলদোল নেই অতুল চন্দ্র দাসের। তাঁর সাফ কথা, ‘আমি নরেন্দ্র মোদির অন্ধ ভক্ত। রামের পরে যদি কাউকে ভগবান মনে করি, তিনি নরেন্দ্র মোদি।’ আরও বলেন, ‘এই নরেন্দ্র মোদির মঙ্গলের জন্যই আমি উপোস করে ওনাকে দুধ-গঙ্গাজল দিয়ে স্নান করিয়েছি।’ মোদি সম্পর্কে অতুলবাবুর এই বক্তব্য ভাইরাল হতে শুধু তৃণমূলের মধ্যেই নয়, নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। সংশ্লিষ্ট পূর্বস্থলী উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, ‘কী বলব? এ তো পাগলের প্রলাপ। মানুষে হার থেকে শিক্ষা নেয়। এরা তাও নিচ্ছে না।’
❤ Support Us