Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১১, ২০২৩

“ফিলিস্তিনিদের স্বার্থ নিয়ে ভাবিত নয় আমেরিকা”, বাইডেনকে নিশানা পুতিনের

আরম্ভ ওয়েব ডেস্ক
“ফিলিস্তিনিদের স্বার্থ নিয়ে ভাবিত নয় আমেরিকা”, বাইডেনকে নিশানা পুতিনের

আমেরিকা ফিলিস্তিনিদের স্বার্থ নিয়ে ভাবিত নয়। ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিকে উপেক্ষা করছে ওয়াশিংটন। এভাবেই ইজরায়েল-ফিলিস্তিন জঙ্গি সংগঠনের সংঘর্ষের আবহে মার্কিন জো বাইডেনকে কাঠগড়ায় তুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আমেরিকা ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে। ইজরায়েলের একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন, বুধবার তিনি ইসরায়েল যাচ্ছেন। ইজরায়েলের পাশে থাকার বার্তা দিতেই ব্লিঙ্কেন ইসরায়েল যাচ্ছেন বলে মার্কিন বিদেশ সফটর সূত্রে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে এবার রাশিয়া আমেরিকাকে সরাসরি আক্রমণ করলেন। পুতিনের দাবি, ওয়াশিংটন শান্তি আনতে একতরফা প্রয়াস করেছে। সেই সঙ্গে তাঁর অভিযোগ, ফিলিস্তিনিদের স্বার্থ নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছে না আমেরিকা। তাদের স্বাধীনতার দাবিকেও উপেক্ষা করছে বাইডেনের প্রশাসন। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানিয়েছেন, ক্রেমলিন দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে। সংঘর্ষ রুখতে তারা সদর্থক ভূমিকা পালন করতে চায়। কিন্তু এখনও তার উপায় খুঁজে পাওয়া যায়নি। পেস্কভের হুঁশিয়ারি, এখনই সতর্ক না হলে অন্য়ান্য অঞ্চলেও অশান্তির আগুন ছড়িয়ে পড়তে পারে।

আমেরিকা ইজরায়েলের এই পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করেছে।  বেশ কয়েকজন মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে এই সংঘর্ষে। জঙ্গিদের হাতে পণবন্দিও রয়েছেন বহু মার্কিন নাগরিকরা। এবার আমেরিকাকেই কাঠগড়ায় তুলল রাশিয়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!