- দিন-দুনিয়া দে । শ
- ফেব্রুয়ারি ২৭, ২০২৩
পুতিনের আশঙ্কা, সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে ন্যাটো জোট। আশঙ্কা, প্রতিক্রিয়ায় রুশ পরমাণু অস্ত্র গর্জে উঠবে
ন্যাটো ইউক্রেনের সাহায্যে এগিয়ে আসছে অস্ত্র-সম্ভার নিয়ে। দেশবাসীকে এ ব্যাপারে সতর্ক করলেন রুশ প্রেসিডেণ্ট পুতিন।

ন্যাটো ইউক্রেনের সাহায্যে এগিয়ে আসছে অস্ত্র সম্ভার নিয়ে। বড়ো রকমের যুদ্ধ আসন্ন। দেশবাসীকে এ ব্যাপারে সতর্ক করলেন রুশ প্রেসিডেণ্ট পুতিন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের সময় তাঁর কথাবার্তা– আর হুমকির ধরণ দেখে মনে হচ্ছিল, আমেরিকার ন্যাটো জোট নীরব দর্শক হয়ে বসে থাকবে না। তলে তলে তারা অস্ত্র আর অর্থ দিচ্ছিল ইউক্রেনকে। বাইডেনের সফর শেষে প্রেসিডেণ্ট জেলেনেস্কির আত্মবিশ্বাস বেড়ে গেছে। যুদ্ধের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে তিনি বলেছিলেন, জয় আমাদের চূড়ান্ত ,জয় আমাদের নিশ্চিত। এ বছরেই তা ঘটবে। বলাবাহুল্য পরিস্থিতি টলচক্সহে। দ্বিতীয় মহাযুদ্ধের পর, তৃতীয় মহাসমরের দিকে এগোচ্ছে পূর্ব ইউরোপ। রাশিয়া চুপ করে বসে থাকবে না, অস্ত্র আর সেনাসম্ভারে এখনও সে দ্বিতীয় বড়ো শক্তি। ন্যাটো সরাসরি যুদ্ধে জড়ালেই রাশিয়ার পরমাণু মিসাইল গর্জে উঠবে। চিন তাকে সমর্থন জানাবে নিরাপদ দূরত্ব থেকে। ভারত তার নিরপেক্ষতা বজায় রেখেও ভুলবে না প্রশ্নহীন বন্ধুকে।
❤ Support Us