Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৫, ২০২২

সেনেগালের কাছে পরাজয়।গ্রুপ লিগ থেকেই ছিটকে গেল বিশ্বকাপের আয়োজক কাতার

আরম্ভ ওয়েব ডেস্ক
সেনেগালের কাছে পরাজয়।গ্রুপ লিগ থেকেই ছিটকে গেল বিশ্বকাপের আয়োজক কাতার

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। শেষ ষোলোয় যাওয়ার জন্য দুই দলের কাছেই জেতাটা জরুরি ছিল। কাতারকে টেক্কা দিয়ে বাজিমাত সেনেগালের। আয়োজক দেশকে ৩–১ ব্যবধানে হারিয়ে নক আউটের স্বপ্ন বাঁচিয়ে রাখল সেনেগাল। অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল কাতার। এর আগে ২০১০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল আয়োজক দক্ষিণ আফ্রিকা।

আগের ম্যাচে হল্যান্ডের কাছে হারতে হয়েছিল সেনেগালকে। শেষ ষোলোর স্বপ্ন বাঁচিয়ে রাখতে এদিন শুরু থেকেই কাতারের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এলেও তিনকাঠি ভেদ করতে পারছিল না। ১৬ মিনিটে কাতারের গোলকিপার মিশাহাল বরশাম সেনেগালের দিয়াতার একটা দুর্দান্ত প্রয়াস রুখথে দেন। এছাড়াও বেশ কয়েকবার তিনি অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। ম্যাচের ৪১ মিনিটে তিনি আর দলের পতন রোধ করতে পারেননি। রক্ষণের ভুলেই পিছিয়ে পড়ে কাতার। বাঁপ্রান্ত দিয়ে উঠে এসে কাতার বক্সে নীচু সেন্টার করেছিলেন দিয়াতা। বোয়ামেল কাউখি বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন। ছুটে এসে জোরালো শটে সেনেগালকে এগিয়ে দেন বোওলায়ে দিয়া।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দাপট অব্যাহত ছিল সেনেগালের। ৪৮ মিনিটে জ্যাকবসের কর্ণার থেকে হেডে ২–০ করেন দিয়েধিউ। দু’গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে কাতার। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসতে থাকে সেনেগাল বক্সে। ৬৩ মিনিটে আলির শট দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান সেনেগাল গোলকিপার এডুয়ার্ড মেন্ডি। ৪ মিনিট পরে আরও একটা নিশ্চিত গোল বাঁচান তিনি। ৭৬ মিনিটে মহম্মদ মুন্তারিকে মাঠে নামান কাতার কোচ। তিনি মাঠে আসতেই আক্রমড়ের ঝাঁঝ আরও বেড়ে যায়। ৭৮ মিনিটে ইসমাইল মহম্মদের সেন্টার থেকে ব্যবধান কমান মুন্তারি। ৮৪ মিনিটে গোল করে সেনেগালের জয় নিশ্চত করে দিয়েং।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!