- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২০, ২০২৩
হারের পর আবেগপ্রবন, এখনও ভবিষ্যত ভাবেননি রাহুল দ্রাবিড়
তাঁর কোচিংয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল গোটা ভারতবাসী। দলকে এমনভাবে তৈরি করেছিলেন, স্বপ্নের পরিধি অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু তীরে এসে তরী ডুবল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে বিশ্বজয়ের স্বপ্নের সলিলসমাধি ভারতীয় দলের। এরপরেও কি কোচের দায়িত্বে থাকবেন রাহুল দ্রাবিড়? ফাইনালে হৃদয়বিদারক বিপর্যয়ের পর আবেগপ্রবন হয়ে পড়েন ভারতীয় দলের হেডস্যার।
রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। রবিবারই তাঁর চুক্তির মেয়াদ পূর্ণ হয়েছে। ভবিষ্যৎ নিয়ে এখনও চিন্তাভাবনা করেননি রাহুল দ্রাবিড়। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও এই ব্যাপারে তাঁর কোনও আলোচনা হয়নি। বিশ্বকাপ ফাইনালের পর নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘এটা নিয়ে এখনও ভাবিনি। সবেমাত্র বিশ্বকাপ শেষ হয়েছে। আমার কাছে এসব নিয়ে ভাবার সময় ছিল না। আর এটা উপযুক্ত সময়ও নয়। যখন আমি ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় পাব, তখন ভাবব। এতদিন আমি সম্পূর্ণভাবে বিশ্বকাপের দিকে মনোযোগ দিয়েছিলাম। এর বাইরে আমার মাথায় কিছু ছিল না। ভবিষ্যতে কী হবে, তা নিয়ে আমি কোনও চিন্তা করিনি।’
দু’বছরের মেয়াদে দলকে দুটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে তুলেছেন। একটার সেমিফাইনালে তুলেছেন। তবে নিজের পারফরমেন্স নিয়ে বিচার–বিশ্লেষণ করতে রাজি নন দ্রাবিড়। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কী, আমি নিজের পারফরমেন্স বিচার–বিশ্লেষণ করার পক্ষপাতি নই। এই এক ঝাঁক ক্রিকেটারের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। আমি মনে করি, গত দুবছর ধরে এই ক্রিকেটারদের সঙ্গে সব ধরনের ফরম্যাটে কাজ করতে পারাটা আমার কাছে সৌভাগ্যের বিষয়।’
পরের বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপে দলকে কোচিং করাতে আগ্রহী কিনা, সে ব্যাপারে মন্তব্য করতে চাননি রাহুল দ্রাবিড়। তিনি বলেন, ‘এটা নিয়ে আমি এখনও ভাবিনি। ভবিষ্যৎ নিয়ে আমার এখনও কোনও পরিকল্পনা নেই। বিশ্বকাপ ফাইনালের ওপরেই যাবতীয় ফোকাস ছিল।’
৪ বছর পর আবার একদিনের বিশ্বকাপ। বেশ কয়েকজন সোনালী প্রজন্মের ক্রিকেটার বিশ্বকাপ জেতার সুযোগ হারিয়েছে কিনা সে প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘সত্যি কথা বলতে কী, আমি ২০২৭ বিশ্বকাপের কথা ভাবছি না। ওই বিশ্বকাপে কে থাকবে কে থাকবে না, এখনও ঠিক নেই। অনেক সময় আছে। নদীতে অনেক জল হয়ে যাবে। অনেক কিছু ঘটবে। সময়ই বলবে কারা খেলবে কী খেলবে না।’
অনেকেই ভারতীয় দলের রক্ষণাত্মক ক্রিকেট নিয়ে সমালোচনা করেছেন। রাহুল দ্রাবিড় বলেন, ‘আমরা রক্ষণাত্মক ছিলাম না। নির্ভীক ক্রিকেট খেলেছি। প্রথম পাওয়ার প্লে–তে আমাদের ৮০ রান ছিল। কখনও কখনও, কয়েকটি উইকেট হারানোর পরে ইনিংস পুনর্গঠন করতে হয়। হেড এবং লাবুশেন ব্যাট করার সময় তারাও একই কাজ করেছিল। কিন্তু তারা উইকেট হারায়নি।’
❤ Support Us