Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ১৩, ২০২৩

অরুণাচলে খুলে গেল গুরুত্বপূর্ণ টানেল, ফলে দ্রুত তাওয়াঙের সীমান্তবর্তী এলাকায় সেনা ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করা যাবে

আরম্ভ ওয়েব ডেস্ক
অরুণাচলে খুলে গেল গুরুত্বপূর্ণ টানেল, ফলে দ্রুত তাওয়াঙের সীমান্তবর্তী এলাকায় সেনা ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করা যাবে

অরুণাচলের নেচিফু টানেলের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সঙ্গে বাংলার দুই সামরিক বিমানঘাঁটিরও উদ্বোধন করেন তিনি। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় একযোগে আরও ৮৭টি প্রকল্পের উদ্বোধন হয়েছে মঙ্গলবার। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীরের একটি সেতু এবং লাদাখ অঞ্চলের বেশ কয়েকটি সড়কও রয়েছে। সদ্য চালু হওয়া নেচিফু টানেলটি ৫০০ মিটার দীর্ঘ বলে জানা গিয়েছে। এই টানেলের উদ্বোধন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে খুব শীঘ্রই এই অঞ্চলের আরও একটি টানেল তৈরি হয়ে যাবে বলে জানা যাচ্ছে। বিশ্বের সবচেয়ে লম্বা ‘টুইন টানেল’ হতে চলেছে এটি। এই টুইন টানেল তৈরি হয়ে গেলে অরুণাচল-চিন সীমান্তে আরও দ্রুত গতিতে সেনা পাঠাতে পারবে ভারত।

অরুণাচলপ্রদশে ১৩ হাজার ফুট উচ্চতায় বিশ্বের সবচেয়ে লম্বা ‘টুইন টানেল’ তৈরির দায়িত্বে রয়েছে বর্ডার রোড অর্গনাইজেশন। অরুণাচলের সেলাতে এই টানেলটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে খুব দ্রুত তাওয়াঙের সীমান্তবর্তী এলাকায় সেনা ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করা যাবে বলে আশা করা হচ্ছে। সেনার তরফে জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকেই পুরোপুরি তৈরি হয়ে যাবে সেলার টুইন টানেল।

গত ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেলাতে টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বালিপাড়া থেকে চারদুয়ার হয়ে তাওয়াং পর্যন্ত সড়ক প্রকল্পের অংশ হতে চলেছে সেলার এই টানেল। এই টানেলের জন্য প্রাথমিক ভাবে ৭০০ কোটি টারা বরাদ্দ হয়েছিল বলে জানা যায়। এই টানেল তৈরির কাজ সম্পূর্ণ হওয়ায় এবার এই এলাকার নিরাপত্তা ও সুরক্ষার বৃদ্ধি পেতে চলেছে। জানা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই টানেলের কাজ শেষ করতে কিছুটা দেরি হয়েছে। না হলে আরও আগে সেলা টানেল তৈরি হয়ে যেত।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!