- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ২৩, ২০২৪
বিশেষ শিশুদের নিয়ে কান এ ‘মক্তুব’ । নতুন সিনেমায় সামাজিক বার্তা রাজপালের

রাজপাল যাদব , অভিনেতার নাম শুনলে ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা দেবেই। বলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা বললেও কম বলা হবে তাঁকে। তাঁর প্রতিভা শুধু যে কৌতুকেই সীমাবদ্ধ নেই তা একাধিকবার প্রমাণ করেছেন শিল্পী।
এবার তাঁর অভিনীত ছবির তালিকায় নবতম সংযোজন ‘মক্তুব।’ কান চলচ্চিত্র উৎসবে মুক্তি পেল ছবির পোস্টার। দেখা গেল রাজপাল যাদব অভিনীত একটি ভিন্নধর্মী ছবি আসতে চলেছে বড় পর্দায়, সেখানে কৌতুক সম্রাট তো আছেনই , তাঁর সাথে আছে ৯ জন বিশেষভাবে সক্ষম শিশু অভিনেতা- অভিনেত্রী। ছবির নাম ‘মক্তুব।’ রাজপাল বরাবর শিশুদের সাথে কাজ করে আলাদা আনন্দ পান তা তিনি আগেই জানিয়েছেন। এই ছবি এমনই একটি পদক্ষেপ। নির্দেশক পলাশ মুছল এই ছবির কাহিনীকার। তাঁর মতে জীবনে বৈচিত্রের উদযাপনকে তুলে ধরবে এই সিনেমা। তার পোস্টার লঞ্চের জন্য কানের মতো এত বড় মঞ্চই তো প্রয়োজন। যদিও ছবির কাহিনি, কলাকুশলী এবং মুক্তির তারিখ আপাতত গোপন রাখা হয়েছে।
রাজপালের উপস্থিতি মানেই নির্ভেজাল আনন্দ আর হাসি। সে ‘চুপ চুপ কে’ হোক, বা ভুলভুলাইয়া । অভিনয়ের সাথে সুক্ষ্ম শৈল্পিক বোধ তাঁকে আলাদা করেছে অন্যান্য কৌতুক অভিনেতার থেকে। তাঁর কিছু ঝলক দেখা গেছে সাম্প্রতিক কটি ছবিতে। যেগুলি আদপেই কৌতুক চলচ্চিত্র নয় । তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘কাম চালু হ্যায়’, ‘অর্ধ’ প্রভৃতি। মক্তুব সেইরকম একটি ছবি হতে চলেছে হয়ত। রাজপালের সাথে অনায়াসেই বাঙালি অভিনেতা অনুপকুমারের তুলনা করা যেতে পারে । ‘পলাতক’ ছবিতে বসন্ত চরিত্রের জন্য পরিচালক তরুণ মজুমদার এক প্রকার জেদ করেই বেছেছিলেন ওই কৌতুক অভিনেতাকে। তাঁর পর্যবেক্ষণ যে কতখানি নির্ভুল তা প্রমাণ করেছিলেন অনুপকুমার। এখনও বাংলা চলচ্চিত্রে ‘পলাতক’ নামটি শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। সেক্ষেত্রে মক্তুব রাজপাল যাদবের মতো অভিনেতার জীবনের একটি অন্যতম মাইলস্টোন হতে পারে, এমন আশা করা যায়।
❤ Support Us