- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৭, ২০২৩
রনজির গ্রুপ লিগের শেষ ম্যাচে ওড়িশার কাছে ৭ উইকেটে লজ্জার হার বাংলার

কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আগেই এসে গিয়েছিল বাংলার। কিন্তু ইডেনে ওড়িশার কাছে হেরে রনজি কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে ধাক্কা খেল বাংলা। গ্রুপ লিগের শেষ ম্যাচে ওড়িশার কাছে ৭ উইকেটে হারতে হল বাংলাকে। অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন পূরণ হল না বাংলার।
টস জিতে ইডেন গার্ডেনে ওড়িশাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। ওড়িশার প্রথম ইনিংস শেষ হয় ২৬৫ রানে। জবাবে বাংলা প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১০০ রানে। এরপর বাংলাকে ফলোঅন করায় ওড়িশা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল বাংলা। তৃতীয় দিনের শেষে বাংলার রান ছিল ৩ উইকেটে ২২০। অভিমন্যু ঈশ্বরণ ৯৪ ও মনোজ তিওয়ারি ৫০ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের শেষে মনে হচ্ছিল ওড়িশার বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়বে বাংলা। কিন্তু চতুর্থ দিন সকালে আবার চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয় বাংলাকে। এদিন সকালে ২২৯ রানের মাথায় বাংলা চতুর্থ উইকেট হারায়। আউট হন অভিমন্যু ঈশ্বরণ। ১৭৫ বলে ১০১ রান করে তিনি সুনীল রউলের বলে শান্তনু মিশ্রর হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৩ ওভার পরেই ফিরে যান অধিনায়ক মনোজ তিওয়ারি। ৫২ রান করে বসন্ত মোহান্তির বলে রাকেশ পট্টনায়কের হাতে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফেরেন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে বাংলার। মিডল অর্ডারে একমাত্র লড়াই করেন অভিষেক পোড়েল। শেষ পর্যন্ত তিনি ৩৮ রান করে রাকেশ পট্টনায়কের হাতে ক্যাচ দিয়ে আউট হন। আকাশ ঘটক করেন ৫ রান। আঙুলে চোট থাকায় অনুষ্টুপ মজুমদার ব্যাট করতে নামেননি। দ্বিতীয় ইনিংসকে বাংলাকে ভাঙেন সুনীল রউল। ৯৬ রানে তিনি ৬ উইকেট তুলে নেন। ৩৩ রানে ২ উইকেট নেন বসন্ত মোহান্তি। ২৭৬ রানে গুটিয়ে যায় বাংলার দ্বিতীয় ইনিংস।
জয়ের জন্য ওড়িশার সামনে লক্ষ্য দাঁড়ায় ১১১ রান। সপ্তম ওভারের প্রথম বলেই শান্তনু মিশ্রকে তুলে নিয়ে ওড়িশা শিবিরে প্রথম আঘাত হেনেছিলেন ঈশান পোড়েল। ওড়িশা রান তখন ৭। এরপর ৫১ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ওডিশা। ২২ রান করে আকাশ ঘটকের বলে বোল্ড হন শুভ্রাংশু সেনাপতি। অনুরাগ সারেঙ্গিকেও তুলে নেন আকাশ ঘটক। ৩৭ রান করে আউট হন অনুরাগ। ওড়িশাকে জয় এনে দেন সন্দীপ পট্টনায়েক ও রাকেশ পট্টনায়েক। ২২.১ ওভারে ১১১/৩ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ২৭ রান করে অপরাজিত থাকেন সন্দীপ পট্টনায়ক এবং ২০ রান করে অপরাজিত থাকেন রাকেশ পট্টনায়ক।
❤ Support Us