- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৬, ২০২৪
ম্যাচের প্রথম দিনেই বিহারকে চাপে ফেলল বাংলা
গুরুত্বহীন ম্যাচে বাংলার জ্বলে ওঠার অভ্যেস বহুদিনের। অতীতে এইরকম বেশ কয়েকবার দেখা গেছে। ইডেনে বিহারের বিরুদ্ধেও একই ছবি। রনজির গ্রুপ লিগের গুরুত্বহীন শেষ ম্যাচে দারুণভাবে জ্বলে উঠল বাংলা। বাংলার জোরে বোলারদের দাপটে মাত্র ৯৫ রানে গুটিয়ে গেল বিহার। ৪ উইকেট করে তুলে নিয়ে বিহারকে ভাঙেন মুকেশ কুমার ও সুরজ সিন্ধু জয়সওয়াল। দিনের শেষে বাংলা তুলেছে ২ উইকেটে ১৩৩।
টস জিতে বিহারকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলা অধিনায়ক মনোজ তেওয়ারি। দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় বিহার। পীযুষ সিংকে (১) তুলে নেন সুরজ। ২০ রানের মধ্যে ৩ হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। সেই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। মুকেশ কুমার ও সুরজ সিন্ধুর দুরন্ত বোলিং বড় জুটি গড়ে তুলতে দেয়নি বিহারকে। ৪৬.৪ ওভারে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় বিহারের ইনিংস। সর্বোচ্চ রান ঋষভের ২৬। প্রতাপ করেন ২৩। বাংলার হয়ে মুকেশ কুমার ১৮ রানে তুলে নেন ৪ উইকেট। ৪৭ রানে ৪ উইকেট পান সুরজ সিন্ধু।
চা পানের বিরতির আগেই ব্যাট করতে নামে বাংলা। বিহারের বিরুদ্ধে আবার ওপেনিং জুটিতে বদল। অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে ওপেন করতে পাঠানো হয় শাকির হাবিব গান্ধীকে। তবুও হাল ফেরেনি বাংলার ওপেনিংয়ে। মাত্র ৩৫ রানের জুটি গড়ে ওঠে। মাত্র ১৯ রান করে একসময় বাংলার হয়ে খেলা বীরপ্রতাপ সিংয়ের বলে আউট হন শাকির। তিন নম্বরে নামা করণ লালও রান পাননি। ২৮ রান করে তিনি রবি শঙ্করের বলে সাজঘরে ফেরেন। দিনের শেষে অভিমন্যু ঈশ্বরণ ৪৮ ও অনুস্টুপ মজুমদার ১৩ রান করে ক্রিজে রয়েছেন।
❤ Support Us