- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৬, ২০২৪
মধ্যপ্রদেশের বিরুদ্ধে জয়ের জন্য সামির দিকেই তাকিয়ে বাংলা

মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলা কি পারবে জয় তুলে নিতে? যা পরিস্থিতি, বড় কোনও অঘটন না ঘটলে ম্যাচের নিস্পত্তি হচ্ছেই। এখন দেখার ৬ পয়েন্ট কাদের অনূকূলে যায়। তৃতীয় দিনের শেষে ম্যাচ ফিফটি–ফিফটি। জিততে গেলে মধ্যপ্রদেশের এখনও চাই ১৮৮ রান। হাতে রয়েছে ৭ উইকেট। আর বাংলাকে ফেরাতে হবে মধ্যপ্রদেশের ৭ ব্যাটারকে। জয়ের জন্য বাংলা তাকিয়ে মহম্মদ সামির দিকে।
বাংলার ২২৮ রানের জবাবে মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৬৭ রানে। ৬১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে তোলে ১৭০। ক্রিজে ছিলেন ঋত্বিক চ্যাটার্জি (৩৩) ও ঋদ্ধিমান সাহা (২১)। দ্বিতীয় দিন দলীয় ২০০ রানের মাথায় আউট হন ঋত্বিক চ্যাটার্জি। ৫০ রান করে তিনি ফিরে যান। দীর্ঘক্ষণ ক্রিজে কাটিয়ে ৪২ বলে ৩ রান করে আউট হন রোহিত কুমার।
বড় রানের জন্য বাংলা তাকিয়েছিল অভিজ্ঞ ঋদ্ধিমান সাহার দিকে। দারুণ সতর্কতার সঙ্গে ব্যাটিং করছিলেন ঋদ্ধি। কিন্তু হাফ সেঞ্চুরি পেলেন না। ৪৪ রান করে সারাংশ জৈনর বলে তিনি আউট হন। সূরজ সিন্ধু জয়সওয়াল যখন আউট হন, বাংলার রান ২৩৭/৯। এরপর ক্রিজে নেমে ঝড় তোলেন মহম্মদ সামি। তাঁর সৌজন্যেই বাংলা আড়াইশো রানের গণ্ডি পার করে। শেষ পর্যন্ত ২৭৬ রানে গুটিয়ে যায় বাংলার দ্বিতীয় ইনিংস। ৩৬ বলে ৩৭ রান করে আউট হন সামি। মারেন ২টি ৪ ও ২টি ৬। মধ্যপ্রদেশের হয়ে অনুভব আগরওয়াল কুমার কার্তিকেয়া ৪টি করে উইকেট পান।
জয়ের জন্য ৩৩৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভালই শুরু করেছিলেন মধ্যপ্রদেশের দুই ওপেনার শুভ্রাংশু সেনাপতি ও হিমাংশু মন্ত্রী। ওপেনিং জুটিতে দুজনে তোলেন ৮৪ রান। ২৭ তম ওভারে মধ্যপ্রদেশকে প্রথম ধাক্কা দেন রোহিত কুমার। হাফ সেঞ্চুরির মুখ থেকে ফেরান হিমাংশু মন্ত্রীকে (৪৪)। এরপর শুভ্রাংশু সেনাপতির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রজত পতিদার। দিনের শেষ বেলায় দ্রুত ২ উইকেট হারায় মধ্যপ্রদেশ। শুভ্রাংশুকে (৫০) তুলে নেন শাহবাজ আমেদ। নৈশপ্রহরী হিসেবে মাঠে নামা অনুভব আগরওয়ালকে (২) ফেরান মহম্মদ সামি। দিনের শেষে মধ্যপ্রদেশ ৩ উইকেট হারিয়ে ১৫০ রান তুলেছে। ক্রিজে রয়েছেন রজত পতিদার (৩২) ও অধিনায়ক শুভম শর্মা (১৮)। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত জ্বলে উঠতে পারেননি সামি। জয়ের জন্য বাংলা তাঁর দিকেই তাকিয়ে।
❤ Support Us