Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৪

বিহারের বিরুদ্ধে ‘‌বাইশ গজে’‌ শেষ ম্যাচ মন্ত্রী মনোজের, সিএবি দেবে সোনার ব্যাট

আরম্ভ ওয়েব ডেস্ক
বিহারের বিরুদ্ধে ‘‌বাইশ গজে’‌ শেষ ম্যাচ মন্ত্রী মনোজের, সিএবি দেবে সোনার ব্যাট

২০০৪ সালে ইডেনে প্রথম শ্রেণীর ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন। দু’‌দশক পর সেই ইডেনেই জীবনের শেষ ম্যাচ খেলতে নামছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে জীবনের শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগতাড়িত বাংলার অধিনায়ক রাজ্যের মন্ত্রীমশাই মনোজ তেওয়ারি।
শুক্রবার থেকে ইডেনে বিহারের বিরুদ্ধে রনজি ট্রফির গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলা। নক আউটে যাওয়ার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছে। বাংলার কাছে এই ম্যাচের কোনও গুরুত্ব নেই, শুধুই নিয়মরক্ষার। মনোজ তেওয়ারির কাছে অবশ্য অন্য গুরুত্ব। জীবনের শেষ ম্যাচ। ২০০৪ সালে এই ইডেনেই দিল্লির বিরুদ্ধে রনজি অভিষেক হয়েছিল মনোজের। সেই ইডেনেই যাত্রা শেষ করছেন।
বিহারের বিরুদ্ধে মাঠে নামার আগে মনোজ বলেন, ‘‌এতবছর ধরে খেলতে পারব, কখনও ভাবিনি। ২০ বছর কেটে গেল। কীভাবে কেটে গেছে, বুঝতেই পারিনি। চেষ্টা করেছি বাংলাকে রনজি চ্যাম্পিয়ন করার। স্বপ্নপূরণ হয়নি। আক্ষেপ নিয়েই ক্রিকেটকে বিদায় জানাতে হচ্ছে।’‌ গতবছর হঠাৎ করেই অবসর নিয়েছিলেন। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলির অনুরোধে ফিরে এসেছিলেন। ভেবেছিলেন, এবার বাংলাকে চ্যাম্পিয়ন করেই সরে যাবেন। কিন্তু তা আর হল না। জীবনের শেষ ম্যাচে মাঠে নামার আগে নিজেকে বিতর্কিত চরিত্র হিসেবেই মনে করছেন মনোজ।
বিহারের বিরুদ্ধে জীবনের শেষ ম্যাচে দলকে জেতানোই লক্ষ্য মনোজের। তিনি বলেন, ‘এই ‌মরশুমটা আমাদের কাছে একেবারেই ভাল গেল না। শেষ ম্যাচে জিতলে কিছুটা ভাল লাগবে। আশা করছি শেষ ম্যাচ জিতেই ক্রিকেটকে বিদায় জানাতে পারব।’‌ বিহারের বিরুদ্ধে শক্তি আরও বাড়িয়ে নামছে বাংলা। চলতি মরশুমে বাংলার হয়ে প্রথম মাঠে নামবেন মুকেশ কুমার। এদিকে, ১৮ ফেব্রুয়ারি মনোজকে বিদায় সংবর্ধনা দেবে সিএবি। তুলে দেওয়া হবে সোনার ব্যাট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!