- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৯, ২০২৪
রনজি নক আউটের স্বপ্নে বাংলাকে আরও চাপে ফেলে দিল কেরালা
আগের ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে রনজির নক আউটে ওঠার কাজ অনেকটাই কঠিন করে ফেলেছে বাংলা। এখনও সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে শেষ দুটি ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেতে হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। কিন্তু কেরালার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দিনেই চাপে বাংলা। পুরো শক্তি নিয়ে মাঠে নেমেও কেরালার বিরুদ্ধে পুরো পয়েন্ট আসবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়ে গেল।
আগের ম্যাচগুলিতে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারেনি বাংলা। কেরালার বিরুদ্ধে পুরো দল হাতে পেয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। দলে ফিরেছেন ওপেনার অভিমন্যু ঈশ্বরণ, জোরে বোলার আকাশ দীপ। চোট সারিয়ে ফিরেছেন শাহবাজ আমেদ। সেন্ট জেভিয়ার্স ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেরালা। কেরালাকে প্রথম ধাক্কা দেন সুরজ সিন্ধু জয়সওয়াল। তুলে নেন রোহন কুন্নুমালকে (১৯)। এরপর রোহন প্রেমকে ফেরান আকাশ দীপ (৩)। ৪০ রানে ২ উইকেট হারায় কেরালা। এরপর দলকে টানেন দুই অভিজ্ঞ ব্যাটার জলজ সাক্সেনা ও শচীন বেবি।
৮২ রানের মাথায় জলজ সাক্সেনাকে (৪০) তুলে নিয়ে জুটি ভাঙেন অঙ্কিত মিশ্র। কেরালাকে বড় ধাক্কা দেন চোট সারিয়ে দলে ফেরা শাহবাজ আমেদ। তুলে নেন কেরালা অধিনায়ক সঞ্জু স্যামসনকে (৮)। ১১২ রানে ৪ উইকেট হারায় কেরালা। বিপক্ষকে চাপে ফেলেও সুবিধা আদায় করতে পারেননি বাংলার বোলাররা। চাপ কাটিয়ে কেরালাকে ভাল জায়গায় নিয়ে যান শচীন বেবি ও অক্ষয় চন্দ্রন। প্রথম দিনের শেষে কেরালার রান ৪ উইকেটে ২৬৫। দুরন্ত ব্যাটিং করে ১১০ রানে অপরাজিত রয়েছেন শচীন বেবি। ৭৬ রানে অপরাজিত রয়েছেন অক্ষয় চন্দ্রন। অসমাপ্ত জুটিতে কেরালার এই দুই ব্যাটার তুলেছেন ১৫৩ রান। বাংলার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন সুরজ, আকাশ দীপ, অঙ্কিত মিশ্র ও শাহবাজ আমেদ।
এদিন, বাংলার হয়ে রনজি অভিষেক হল রণজ্যোত সিং খাইরার। মাত্র ৩ ওভার বোলিং করেন তিনি। একেবারেই সুবিধা করতে পারেননি। আর এক স্পিনার করণ লালেরও একই অবস্থা। অথচ এদের নিয়েই স্বপ্ন দেখছিলেন লক্ষ্মীরতন শুক্লা।
❤ Support Us