Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৯, ২০২৩

আফগানিস্তানে ভূমিকম্পপীড়িত মানুষের জন্য বিশ্বকাপের পুরো ম্যাচ ফি দেওয়ায় সিদ্ধান্ত রশিদের

আরম্ভ ওয়েব ডেস্ক
আফগানিস্তানে ভূমিকম্পপীড়িত মানুষের জন্য বিশ্বকাপের পুরো ম্যাচ ফি দেওয়ায় সিদ্ধান্ত রশিদের

আগেও বিপদে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। আবার মানবিকতার পরিচয় দিলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন। বিশ্বকাপ থেকে প্রাপ্য ম্যাচ ফি–র পুরোটাই ভূমিকম্প দূর্গত মানুষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ তহবিল গড়ে তোলার সিদ্ধান্তও নিয়েছেন।
শনিবার দুপুরে ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের পশ্চিমাঞ্চল। পার্বত্য পশ্চিমাঞ্চল এমনিতেই ভূমিকম্পনপ্রবণ। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভূমিকম্প হয়। হেরাতের ৩৫ কিমি উত্তর–পশ্চিম ছিল ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.‌৩। প্রথম কম্পনের পর বারবার বারবার কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। জানা গেছে, মোট আটবার কম্পন হয়। প্রায় ১৪০০ বাড়ি ক্ষতিগ্রস্থ। হাজার দশেক মানুষ আহত। মূতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
এই মুহূর্তে বিশ্বকাপ খেলার জন্য ভারতে রশিদ খান। কিন্তু তাঁর মন পড়ে আছে দেশে। ভূমিকম্পের খবর পাওয়া মাত্রই দেশের মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রশিদ খান। টুইটারে তিনি লেখেন, ‘‌আফগানিস্তানে পশ্চিম প্রান্তে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। পশ্চিম প্রদেশের হেরাথ, ফারহা ও বাঘদিসে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্য করার জন্য বিশ্বকাপ থেকে অর্জিত আমার পুরো ম্যাচ ফি ভূমিকম্প পীড়িত মানুষের হাতে তুলে দিতে চাই। এরপর দুর্গত  মানুষদের পাশে দাঁড়াতে ত্রাণ তহবিল গড়ে তুলেছি। সবাই আমাদের পাশে থাকুন।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!