Advertisement
  • এই মুহূর্তে
  • সেপ্টেম্বর ১, ২০২২

হাসপাতালের জানলা দিয়ে নীচে পড়ে মৃত্যু রুশ তেলকর্তার। হত্যা বা আত্মহত্যা নয় তো?

রুশ-ইউরোপের যুদ্ধের শেষ কোথায়? পূর্ব ইউরোপে দ্বিতীয় সমরের ছায়া!

হাসপাতালের জানলা দিয়ে নীচে পড়ে মৃত্যু রুশ তেলকর্তার। হত্যা বা আত্মহত্যা নয় তো?

চিত্র সংগৃহীত

রাশিয়ার তেল সংস্থা লুকওয়েল এর চায়ারম্যান রাভিল ম্যাগনভ রহস্যজনক ভাবে মারা গেছেন। বলা হচ্ছে, মস্কোর এক হাস্পাতালে তিনি ভর্তি ছিলেন। জানলার ফাঁক দিয়ে নিচে পড়ে যান এবং তক্ষুনি মারা যান। ম্যাগনভ বয়স হয়েছিল ৬৭। মস্কোর সেন্ট্রাল ক্লিনিকে তাঁর চিকিৎসা চলছিল। জানলা দিয়ে নীচে পরে তাঁর মৃত্যু নিয়ে সন্দেহ দানা বাঁধছে আগেও, রুশ-ইউক্রেন যুদ্ধ বিরোধী করেকজন বড়ো মাপের ব্যবসায়ীর রহস্যময় মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠে। যুদ্ধ শুরু হবার সঙ্গে সঙ্গে লুকওয়েল যুদ্ধের বিরুদ্ধে প্রচার চালাতে থাকে। মার্চ মাসে লুকওয়েলের বোর্ড অবিলম্বে যুদ্ধ অবসানে প্রকাশ করে। ম্যাগনভ দু বছর আগে, সংস্থার চেয়ারম্যান নিযুক্ত হন। ১৯৯৩ সালে যোগ দেন বেসরকারি তেল কম্পানিতে। লুকওয়েলের একজন দাপুটে বরিষ্ঠ ম্যানেজারেরও মৃত্যু হয় মে মাসে। কারণ রহস্যময়।  তাহলে, পুতিনের রাশিয়ায় যুদ্ধ বিরোধিতা মানেই কি নির্বাচন কোনও চিহ্ন নেই। ইউক্রেন সমরসজ্জা বেড়েছে। ন্যাটো আড়াল থেকে অস্ত্র ও অরথ পাঠাচ্ছে। যুদ্ধ সহজে থামবে না। দীর্ঘস্থায়ী হয়ে উঠবে। রাশিয়া ও পুর্ব ইউরোপে ঘনিয়ে আসছে দ্বিতীয় মহাযুদ্ধের রক্তাক্ত ছায়া!


❤ Support Us
error: Content is protected !!