Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১১, ২০২৩

ম্যাচের সেরা হয়েও শাস্তির কবলে, ম্যাচ ফি–র ২৫ শতাংশ জরিমানা জাদেজার

আরম্ভ ওয়েব ডেস্ক
ম্যাচের সেরা হয়েও শাস্তির কবলে, ম্যাচ ফি–র ২৫ শতাংশ জরিমানা জাদেজার

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বল ও ব্যাট হাতে দুরন্ত পারফরমেন্স করে পেয়েছেন ম্যাচের সেরা পুরস্কার। তবুও শাস্তির মুখে পড়তে হল ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। ক্রিকেটীয় স্পিরিট লঙ্ঘন করার জন্য তাঁকে জরিমানার কবলে পড়তে হয়েছে। জাদেজার ম্যাচ ফি’‌র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এছাড়া তাঁর একটা ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। যা অস্বস্তি বাড়িয়েছে রবীন্দ্র জাদেজার।
বিতর্কে সূত্রপাত নাগপুর টেস্টের প্রথম দিন। অস্ট্রেলিয়ার ইনিংসের ৪৬তম ওভারে বোলিং করছিলেন রবীন্দ্র জাদেজা। এই ওভারটি করার সময় তিনি মহম্মদ সিরাজের হাত থেকে মলম জাতীয় কিছু নিয়ে বাঁ হাতের আঙুলে ঘষছিলেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দী হতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গ ওঠে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পাইনসহ অনেকেই জাদেজার ওই মলম লাগানোর ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। অনেকে দাবি করেছিলেন, জাদেজা বল বিকৃতি করছেন।
এই ঘটনা নিয়ে বিতর্ক দেখা দেওয়ার পরপরই ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ম্যাচ রেফারিকে জানানো হয় যে, জাদেজার বোলিং ফিঙ্গারে ব্যথা ছিল। ব্যথা কমানোর জন্যই তিনি মলম লাগিয়েছিলেন। আইসিসি অবশ্য তাদের বিবৃতিতে জানিয়েছে বল বিকৃতির কোন ঘটনা জাদেজা ঘটাননি। যদিও তাঁর ওই আচরণ আইসিসি–র আচরণবিধির ২.২ অনুচ্ছেদের শর্ত লঙ্ঘন করেছে। তাই তাঁকে একটা ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। পাশাপাশি তাঁর ম্যাচ ফি–র ২৫ শতাংশ জরিমানা ধার্য করা হয়েছে।
জাদেজাকে হয়তো শাস্তির কবলে পড়তে হত না, যদি তিনি ওই মলম লাগানোর ঘটনা মাঠের দুই আম্পায়ারকে জানাতেন। তাহলে বিষয়টা এত জটিল হত না। এরপর ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফটের কাছে জাদেজা স্বীকার করেন যে আঙুলে ব্যথা কমানোর জন্যই তিনি মলম ব্যবহার করেছিলেন। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল না। তাঁর এই বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন ম্যাচ রেফারি। তবে বল বিকৃতির চেষ্টা না করলেও ক্রিকেটীয় স্পিরিট লঙ্ঘন করেছেন। সেটা স্পষ্ট করে দিয়েছে আইসিসি। তাই তাঁকে জরিমানার কবলে পড়তে হয়েছে। জাদেজা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৭০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন। স্বাভাবিকভাবেই তিনি ম্যাচের সেরার সম্মান পান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!