Advertisement
  • এই মুহূর্তে স্মৃ | তি | প | ট
  • জুলাই ২৫, ২০২৪

প্রয়াত চিত্তজয়ী সঙ্গীত শিল্পী, মাইলসের প্রতিষ্ঠাতা শাফিন আহমেদ

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রয়াত চিত্তজয়ী সঙ্গীত শিল্পী, মাইলসের প্রতিষ্ঠাতা শাফিন আহমেদ

জনপ্রিয় গায়ক শাফিন আহমেদ প্রয়াত । মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চিত্তজয়ী ব্যান্ড তারকা। ভারতীয় সময় সকাল ৬.২০ নাগাদ মৃত্যু হয় তাঁর। শিল্পীর বয়স হয়েছিল ৬৩ বছর।

১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্ম শাফিন আহমেদের । মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত । ছোট থেকেই বাবার কাছে শিখেছেন উচ্চাঙ্গসংগীত আর মায়ের কাছে নজরুলগীতি ।

নয়ের দশকে ভাই হামিনকে নিয়ে মাইলস ব্যান্ড গড়ে তোলেন শাফিন । যা আজও বাংলার জনপ্রিয়তম রকব্যান্ড । পরে রিদম অব লাইফ নামে নতুন একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন । শাফিন আহমেদের গাওয়া জনপ্রিয় গান ‘আজ জন্মদিন তোমার’ ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা অন্তরে’, ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি । শুধু গান নয়, গিটারের সুর মুর্ছনায় জনচিত্তকে মোহিত করতেন তিনি ।

একটি কনসার্টে অংশ নিয়ে সম্প্রতি মার্কিন মুলুকে গিয়েছিলেন শাফিন। ২০ জুলাই ভার্জিনিয়ায় শো করবার আগেই অসুস্থ হয়ে পড়েন শিল্পী। বাতিল করতে হয় অনুষ্ঠান । ওই দিনই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর মাল্টি অর্গ্যান ফেলিউরের শিকার হন শাফিন, দেওয়া হয় লাইফ সাপোর্টে, কিন্তু শেষরক্ষা হল না । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ এপার-ওপার দুই বাংলা । শাফিন রেখে গেলেন স্ত্রী এবং তিন সন্তানকে। শাফিন আহমেদের ভাই বৃহস্পতিবার রাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন দাদার মরদেহ ফিরিয়ে আনতে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!