Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ১৫, ২০২২

নেতাজিকে শ্রদ্ধার্ঘ! কেন্দ্রের বিভ্রান্তিকর চমক।

আরম্ভ ওয়েব ডেস্ক
নেতাজিকে শ্রদ্ধার্ঘ! কেন্দ্রের বিভ্রান্তিকর চমক।

এবার থেকে প্রতি বছর ২৩ জানুয়ারি থেকে শুরু হবে প্রজাতন্ত্র দিবস উৎসব । এইভাবেই নেতাজিকে শ্রদ্ধা জানাতে চায় মোদি সরকার । দেশ জুড়ে সুভাষ চন্দ্র বসুর সঙ্গে যুক্ত সব সাইটগুলোকে প্রচার করার পরিকল্পনা করছে কেন্দ্র৷

নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবসের নাম দিয়েছিল মোদি সরকার । কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ‘পরাক্রম দিবস, কেয়া হ্যায় ? হোয়াট ইজ দ্য মিনিং । রাজনৈতিকভাবে আমাকে পছন্দ নাই হতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকার যদি আমাকে একটু জিজ্ঞেস করত, বা নিদেনপক্ষে সুগত বসুর কাছে পরামর্শ চাইতে পারত, কোন শব্দটা ব্যবহার করা উচিত। নেতাজি আমাদের আবেগ, তাঁর সম্পর্কে কিছু ঠিক করতে ইতিহাসটা পর্যালোচনা করে নেওয়া জরুরি।’

তারপর আক্রমণের সুর আরও চড়িয়ে নাম না করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আপনি ভাল গুজরাটি জানেন, আমি জানি না। কয়েকটা শব্দ জানি, পাঞ্জাবিতে বলতে বললেও কয়েকটা শব্দই বলতে পারব। কিন্তু আমি তো আর ভালোভাবে সেটা বলতে পারব না। কিন্তু বাংলার যে মানুষকে নিয়ে গোটা জাতির গর্ব। যাঁর সঙ্গে স্বর্ণখচিত ইতিহাস জড়িত, তাঁকে ঘিরে কেন এই পরাক্রম শব্দ, কে নামটা দিল?’ মমতা বলেছিলেন, যাক, পরাক্রম নাম দেওয়া হলেও আমরা দেশনায়ক দিবস হিসেবেই দিনটা পালন করেছি । তার নির্দিষ্ট কারণ রয়েছে । ছাত্র-যুবরা মনে রেখো নেতাজিকে সর্বপ্রথম দেশনায়ক তকমা দিয়েছিলেন খোদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাই আমরা দেশনায়ক দিবস হিসেবেই দিনটা পালন করব। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার হাত ধরে আমরা রবীন্দ্রনাথ-নেতাজিকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!