- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৪, ২০২৪
বিরাটদের ‘হেড স্যর’ হওয়ার প্রস্তাব, পন্টিং এর বক্তব্যকে নস্যাৎ জয়ের

বিরাট কোহলিদের ‘হেড স্যর’ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন রিকি পন্টিং। তিনি যে লাইফস্টাইলের সঙ্গে অভ্যস্থ, ভারতীয় দলের কোচ হলে সেই লাইফস্টাইলের সঙ্গে খাপ খাবে না। তাই এই মুহূর্তে তিনি ভারতীয় দলের দায়িত্ব নিতে চান না। তবে ভবিষ্যতে কোনও দেশকে কোচিং করানোর ইচ্ছে রয়েছে অস্ট্রেলিয়াকে দু’দুবার বিশ্বকাপ জেতানো এই প্রাক্তন অধিনায়ক।
২০২৪ টি২০ বিশ্বকাপের পরই হেড কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হবে। তিনি আর দায়িত্বে থাকতে চান না। নতুন কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আবেদনের শেষ তারিখ ২৭ মে। ইতিমধ্যেই ভারতীয় বোর্ড কোচ হওয়ার জন্য অনেকের সঙ্গে কথা বলছে। প্রথম পছন্দ ছিল রিকি পন্টিং। তিনি এই মুহূর্তে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত রয়েছেন। ৭ বছর ধরে তিনি হেড কোচের দায়িত্বে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল, স্বীকার করে নিয়েছেন পন্টিং। তিনি বলেন, ‘আইপিএল চলাকালীন আমার সঙ্গে কথা হয়েছিল। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল কোচ হওয়ার জন্য। জানতে চেয়েছিল আমি আগ্রহী কিনা। আমি অবশ্যই কোনও জাতীয় দলের কোচ হতে চাই। কিন্তু আমার জীবনে আরও অনেক জিনিস আছে। পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে চাই। আর ভারতীয় দলের সঙ্গে কাজ করলে আইপিএল দলের সঙ্গে জড়িত থাকতে পারব না। এছাড়াও একজন জাতীয় প্রধান কোচকে বছরে ১০ থেকে ১১ মাস কাজ করতে হয়। এটা এখন আমার জীবনযাত্রার সাথে খাপ খাবে না।’
দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব সামলানোর পাশাপাশি হোবার্ট হারিকেনসের স্ট্র্যাটেজি হেড, মেজ লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হেড কোচের দায়িত্বে রয়েছেন পন্টিং। ভারতীয় দলের দায়িত্ব নিলে অন্য কোনও দলকে কোচিং করাতে পারবেন না। তাই সবদিক বিবেচনা করেই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রস্তাব প্রত্যাখান করেছেন পন্টিং।এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তা জয় শাহ শুক্রবার সংবাদ মাধ্যমে বলেছেন, দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি । কার্যত পন্টিং এর দাবি নস্যাৎ করেছেন তিনি ।
পন্টিং প্রত্যাখান করার পর চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং, লখনউ সুপার জায়ান্টসের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। এছাড়া আরও কিছু উচ্চ–প্রোফাইল কোচের নামও মাথায় রয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত কারা আবেদন করেন।
❤ Support Us