Advertisement
  • ক | বি | তা রোব-e-বর্ণ
  • অক্টোবর ২১, ২০২৩

কবিতা

মোহাজির হুসেইন চৌধুরী
কবিতা

ছেঁড়া ছাতা

 
দুঃখের গলিতে দাঁড়িয়ে রয়েছে গুটিকয়েক কবিতা
যেন আকাশ ভাঙা বৃষ্টিতে একটা ছেঁড়া ছাতা
আমি যখন নিরুপায় হয়ে দুঃখের সঙ্গে করি গলাগলি
তারা তখন মুরলি বাঁশির সুর তুলে গায় ভাটিয়ালি
 
সুখের কপালে কবিতা হয়না কবিতা চায় ভালবাসার বিরহ
শিশ্নতোড়া বন্ধু আমার কবিতা লিখে অহরহ
 

♦–♦♦–♦♦–♦♦–♦


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!