Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৪, ২০২৫

‌মুম্বইয়ের অনুশীলনে নেমে পড়লেন রোহিত, খেলতে পারেন রনজি ট্রফিতে

আরম্ভ ওয়েব ডেস্ক
‌মুম্বইয়ের অনুশীলনে নেমে পড়লেন রোহিত, খেলতে পারেন রনজি ট্রফিতে

তারকা ক্রিকেটাররা যখন রনজি খেলা থেকে দূরে সরে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে উদাহরণ স্থাপন করলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। নেমে পড়লেন মুম্বইয়ের রনজি দলের অনুশীলনে। ২৩ জানুয়ারি থেকে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবে মুম্বই। এই ম্যাচের ওপর নির্ভর করবে মুম্বইয়ের নক আউটের ভাগ্য। তার আগে রোহিতের রনজি দলের হয়ে অনুশীলনে নেমে পড়াটা আত্মবিশ্বাস জোগাবে মুম্বই শিবিরকে।
অস্ট্রেলিয়া সফর জঘন্য কেটেছে রোহিতের কাছে। তিন টেস্টে মাত্র ৩১ রান করেছিলেন। খারাপ ফর্মের জন্য সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ান। এরপরই তাঁর টেস্ট ভবিষ্যত নিয়ে চর্চা শুরু হয়। যদিও রোহিত জানিয়েছিলেন, এখনই টেস্ট ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা নেই। অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে আসার পর আর কালবিলম্ব করলেন না রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে প্রস্তুত করতে অনুশীলন শুরু করে দিলেন। বোর্ডের পক্ষ থেকে সব ক্রিকেটারদের নির্দেশ দেওয়া হয়েছে, জাতীয় দলের খেলা না থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে খেলেন না। অস্ট্রেলিয়া সিরিজে বিপর্যয়ের পর তারকা সংস্কৃতি তুলে দেওয়ার দাবি তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা।
অনুশীলন শুরু করলেও রোহিত আদৌও মুম্বইয়ের হয়ে রনজিতে মাঠে নামবেন কিনা, সময়ই বলবে। ২০১৫ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শেষবার মুম্বইয়ের হয়ে রনজিতে মাঠে নেমেছিলেন রোহিত। রনজি ট্রফির পরবর্তী রাউন্ডে জম্মু ও কাশ্মীরের মুখোমুখি হবে মুম্বই। যদিও রনজি খেলবেন কিনা রোহিত এখনও তা নিশ্চিত করেননি। লাল বলের বিরুদ্ধে দক্ষতা আরও বাড়ানোর জন্য কয়েকটা নেট সেশন করার সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বইয়ের হয়ে মাঠে নামার বিষয়েও দ্রুতই সিদ্ধান্ত নেবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। আবার শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। কিন্তু লাল বলের ক্রিকেট রনজি ট্রফিতে রোহিতের খেলার সম্ভাবনা অন্য ইঙ্গিত দিচ্ছে। অস্ট্রেলিয়ায় ব্যর্থতার পর ভারতের হেড কোচ গৌতম গম্ভীর প্রকাশ্যে বলেছিলেন, জাতীয় দলের ক্রিকেটারদেরও রনজি ট্রফিতে খেলতে দেখতে চান। তিনি বলেন, ‘‌আমি সবসময় চাই সবাই ঘরোয়া ক্রিকেট খেলুক। ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেওয়া দরকার। ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দিলে, টেস্ট ক্রিকেটে কাঙ্খিত খেলোয়াড় পাওয়া যাবে না।’‌ রোহিত ছাড়া বিরাট কোহলিকেও দীর্ঘতম ফর্ম্যাটে তাঁর ফর্ম আরও ভাল করার জন্য ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেওয়া হয়েছে। কোহলি শেষবার রনজি খেলেছিলেন ২০১২ সালে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!