Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১২, ২০২৪

‘‌হিটম্যান’‌ থেকে ‘‌ডাকম্যান’‌!‌ শূন্য রানে আউট হতেই রোহিতকে নিয়ে কটাক্ষ

আরম্ভ ওয়েব ডেস্ক
‘‌হিটম্যান’‌ থেকে ‘‌ডাকম্যান’‌!‌ শূন্য রানে আউট হতেই রোহিতকে নিয়ে কটাক্ষ

‘‌হিটম্যান’‌ থেকে হয়ে গেলেন ‘‌ডাকম্যান’‌!‌ এ যেন সেই শাহরুখ খানের ‘‌রাজু বন গ্যায়া জেন্টালম্যান’‌ সিনেমার মতো। হিটম্যান বলেই ক্রিকেট মহলে পরিচিত রোহিত শর্মা। বৃহস্পতিবার মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার তাঁর নামের সঙ্গে জড়িয়ে গেল ‘‌ডাকম্যান’‌।
লজ্জার নজিরের তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে উঠে এলেন রোহিত শর্মা। আয়ারল্যান্ডের পল স্টার্লিং সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন। তিনি ১৩ বার কোনও রান না করেই সাজঘরে ফিরেছেন। রোয়ান্ডার কাবারে ইরাকোজে ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১২ বার করে শূন্য রানে আউট হন। বিশ্বের ষষ্ঠ ব্যাটার হিসেবে ১১ বার আন্তর্জাতিক টি২০ ম্যাচে শূন্য রান করে সাজঘরে ফিরলেন। তিনি ছাড়াও ১১ বার শূন্য রানে আউট হয়েছেন ঘানার ড্যানিয়েল আনেফি, রোয়ান্ডার জাপি বিমেনিমানা, জিম্বাবোয়ের রেগিস চাকাভা, রোয়ান্ডার ওর্কিড তুইসেঙ্গে ও বাংলাদেশের সৌম্য সরকার।
আফগানিস্থানের বিরুদ্ধে ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। ফজলহক ফারুকির দ্বিতীয় বল মিড অফে ড্রাইভ করেছিলেন রোহিত। রানের জন্য ‘‌কল’‌ করেছিলেন শুভমানকে। রোহিতের ডাক শুনতেই পাননি শুভমান। সেই সময় তিনি পেছনের দিকে তাকিয়ে বল কোথায় যাচ্ছে তা দেখছিলেন। রোহিত নন–স্ট্রাইকিং প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। রোহিত যে ছুটে আসছেন, খেয়াল করেননি শুভমান। রোহিতও দৌড়ে নন–স্ট্রাইকিং প্রান্তে চলে আসেন। ইব্রাহিম জাদরানের থ্রো ধরে উইকেট ভেঙে দেন রহমানুল্লাহ গুরবাজ। প্রত্যাবর্তনের ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরতে হয় রোহিতকে।
আউট হয়ে মেজাজ হারান রোহিত। তিনি মেজাজ হারিয়ে ফেলেন। মাঠ ছেড়ে বার হওয়ার সময় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রোহিতকে। হাত দিয়ে শুভমানকে বোঝানোর চেষ্টা করেন, যদি যথাসময়ে দৌড় শুরু করতেন তাহলে তিনি আউট হতেন না। রোহিতকে সাধারণত এইরকম মেজাজ হারাতে দেখা যায় না। তিনি আউট হতেই সোশ্যাল মিডিয়ায় ধেয়ে এল ‘‌ডাকম্যান’‌ কটাক্ষ।
এদিন শূন্য রানে আউট হলেও শততম টি২০ ম্যাচ জেতার মাইলস্টোনে পৌঁছে গেলেন রোহিত শর্মা। পুরুষদের ক্রিকেটে সবচেয়ে বেশি টি২০ আন্তর্জাতিক ম্যাচ জেতার নিরিখে রোহিতই সকলের চেয়ে এগিয়ে। রোহিত এদিন দেশের হয়ে শততম টি২০ আন্তর্জাতিকে জয় পেলেন। রোহিতের অনেক পিছনে রয়েছেন শোয়েব মালিক। তিনি পাকিস্তানের হয়ে ৮৬টি ম্যাচ জিতেছেন। বিরাট কোহলি ভারতের হয়ে ৭৩টি টি২০ আন্তর্জাতিক জিতেছেন। পাকিস্তানের মহম্মদ হাফিজ ও আফগানিস্তানের মহম্মদ নবি ৭০ টি করে ম্যাচ জিতেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!