- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১৫, ২০২৫
ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের ব্যাটন থাকছে রোহিতের হাতেই

লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন রান নেই। গত বছর নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ব্যর্থ। হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক হিসেবেও চূড়ান্ত ব্যর্থ। দলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে পারেননি। টেস্টে রোহিত শর্মার নেতৃত্ব ও দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ‘হিটম্যান’কে অক্সিজোন জোগাল। জুনে আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে নেতৃত্বের ব্যাটন থাকছে রোহিতের হাতেই।
চলতি বছরের শুরুতেই রোহিতকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেট থেকে চিরতরে বিদায় নেবেন রোহিত? ভবিষ্যতের দল গঠনের কথা ভেবে রোহিতের কাছে পরিকল্পনার কথা জানতে চেয়েছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকার। রোহিত পরিস্কার জানিয়ে দেন, এখনই ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কোনও পরিকল্পনা নেই। ২০২৭ বিশ্বকাপেও খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের ব্যর্থতা কাটিয়ে রোহিত শর্মা অবশ্য দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছেন। ঘরের মাঠে ইংল্যআন্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে সেঞ্চুরি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও দায়িত্বশীল ইনিংস। দুরন্ত নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করা। একবছরের মধ্যে দু–দুটি আইসিসি ট্রফি জয়, সবকিছুই পালে হাওয়া এনে দিয়েছে রোহিতের। ফলে তাঁকে এখন নেতৃত্ব থেকে সরানোর কথা ভাবছেই না ভারতীয় ক্রিকেট বোর্ড।
জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। পরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, পরপর দুটি টেস্ট সিরিজে ব্যর্থতা রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। যা পরিস্থিতি অধিনায়ক হিসেবেই ইংল্যান্ড সফরে যাবেন রোহিত। তাঁকে অধিনায়ক রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও জাতীয় নির্বাচক কমিটি। বোর্ড কর্তাদের মতে, এই মুহুর্তে অধিনায়ক হিসেবে রোহিতের বিকল্প আর কেউ নেই।
❤ Support Us