Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৬, ২০২৩

অমিত শাহের সফরের পরই বঙ্গ সফরে আসছেন মোহন ভাগবত

আরম্ভ ওয়েব ডেস্ক
অমিত শাহের সফরের পরই বঙ্গ সফরে আসছেন মোহন ভাগবত

মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহর ছাড়ার ৩ দিনের মধ্যেই রাজ্যে আসছেন  রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। ২০২৪, নতুন বছর শুরুর আগেই রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে সংঘ প্রধানের।
আরএসএস সূত্রের খবর, আগামী ২৯ জানুয়ারি রাতে কলকাতায় আসবেন মোহন ভাগবত। ৩০ ও ৩১ জানুয়ারি বাংলায় থাকবেন তিনি। এই সফরে মূলত সাংগঠনিক আলোচনা করবেন তিনি। তবে সেই সঙ্গে রাজ্যের একাধিক বুদ্ধিজীবীর সঙ্গে দেখা করতে পারেন। যার মধ্যে নাম রয়েছে প্রাক্তন সিবিআই কর্তা তথা রাজ্যের নিয়োগ দুর্নীতি আন্দোলনের অন্যতম মুখ ও রাজ্যের তৃণমূল সরকারের প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী উপেন বিশ্বাসের। একই সঙ্গে ভাগবত দেখা করতে পারেন  এআইএফএফ প্রধান কল্যাণ চৌবের সঙ্গেও।

তবে এসবের বাইরে একাধিক সাংগঠনিক কর্মসূচিও রয়েছে মোহন ভাগবতের। সামনেই রাম মন্দিরের উদ্বোধন। সেটাকে ঘিরে কীভাবে কর্মসূচি নেওয়া যায় সেই বিষয়ে রাজ্যে সংঘ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাজ্য থেকে কারা করা রাম মন্দির উদ্বোধনের দিন, ২২ জানুয়ারি অযোধ্যায়  যাবেন, কীভাবে প্রচার করা হবে এসব নিয়ে আলোচনা করবেন মোহন ভাগবত। সংঘপ্রধানের সঙ্গে বঙ্গ বিজেপির একাধিক নেতাও তাঁর বঙ্গ সফরে আলোচনা করবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে বিজেপি এবং আরএসএস ২০২৪ -এর লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে হিন্দুত্বের জিগির তুলতে চাইছে। সেই লক্ষ্যে প্রচারের নীলনকশা তৈরি করে ফেলা হবে মোহন ভাগবতের বঙ্গ সফরেই। তবে এসবের মধ্যে আবার অস্বস্তির কাঁটা হয়ে গিয়েছে লক্ষ্য কণ্ঠের গীতাপাঠ। ওই অনুষ্ঠানে জনসমাগম প্রত্যাশা পূরণ করতে পারলে না কেন সংঘ পরিবার, সেই ব্যাখ্যাও চাইবেন মোহন ভাগবত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!