- বি। দে । শ
- মার্চ ৬, ২০২৪
যৌথভাবে চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা ভাবছে রাশিয়া ও চীন
রাশিয়া ও চীন যৌথভাবে চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা চিন্তা-ভাবনা করছে। ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এমনই জানিয়েছেন রাশিয়ার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তথা মহাকাশ সংস্থা রসকসমসের বর্তমান প্রধান ইউরি বরিসভ। চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে পারলে মানুষ বসতি স্থাপন করতে পারবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বরিসভ বলেন, “রাশিয়া ও চীন যৌথভাবে চাঁদে একটা বিষয় নিয়ে কাজ কাজ করছে। সেই কর্মসূচীতে আমরা আমাদের পারমাণবিক মহাকাশ শক্তি বিষয়ক অভিজ্ঞতা কাজে লাগাতে পেরেছি। এবার আমরা অন্য একটা প্রকল্পের কথা চিন্তা-ভাবনা করছি। চীনের সঙ্গে যৌথভাবে চাঁদে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা ভাবা হয়েছে।”
ভবিষ্যতে চাঁদে যদি মানুষ বসতি স্থাপন করে, তাহলে বিদ্যুতের প্রয়োজন হবে। সৌর প্যানেল কিন্তু মানুষের বসবাসের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না। পারমাণবিক বিদ্যুৎ কেন্ড কিন্তু সেই সমস্যা মেটাতে পারবে। যদিও এই পরিকল্পনার বাস্তবায়ন যথেষ্ট চ্যালেঞ্জিং বলে বরিসভ জানিয়েছেন। তিনি বলেন, ‘এই প্রকল্প খুবই কাজ। মানুষের অনুপস্থিতিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই প্রকল্পের বাস্তবায়ন করতে হবে।’ বরিসভ রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত একটা মহাকাশযান তৈরির পরিকল্পনা কথাও জানিয়েছেন।
❤ Support Us