- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১০, ২০২৩
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজেও নেই হার্দিক, নেতৃত্বে সম্ভবত সূর্য কিংবা ঋতুরাজ
১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও বিশ্রামের সুযোগ নেই ভারতীয় দলের ক্রিকেটারদের। বিশ্বকাপের পরপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজেও খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলের নেতৃত্ব তুলে দেওয়া হবে সম্ভবত সূর্যকুমার যাদব কিংবা ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য এখনও দল ঘোষণা করা হয়নি। মূলত ২০২৪ টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চায় ভারত। আগামী বছর টি২০ বিশ্বকাপে সম্ভবত খেলবেন না রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়ার হাতেই নেতৃত্ব তুলে দেওয়া হবে। কিন্তু চোটের কবলে থাকা হার্দিককে নিয়ে এখনই ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ অস্ট্রেলিয়া সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। দক্ষিণ আফ্রিকা সফরে হার্দিককে দরকার। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তাঁকে বিশ্রামে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।
চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বাঁপায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। লিগামেন্ট ছিঁড়ে যায়। ভারতীয় দলেক পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না। পরে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকেও ছিটকে যান ভারতীয় দলের এই অলরাউন্ডার। এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন হার্দিক। তাঁর পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণকে বিশ্বকাপ দলে ডাকা হয়েছে।
হার্দিক বিশ্রামে থাকলে ভারতীয় দলকে কে নেতৃত্ব দেবেন, সেটাই এখন বড় প্রশ্ন। বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাদেরও বিশ্রাম দেওয়া হবে। তাই অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব ও এশিয়ান গেমসে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া ঋতুরাজ গায়কোয়াড়ের নাম উঠে আসছে। এখনই অবশ্য ভারতীয় দল ঘোষণা করা হচ্ছে না। বিশ্বকাপ ফাইনালের পর দল ঘোষণা করা হবে। ২৩ নভেম্বর থেকে সিরিজ শুরু।
❤ Support Us