Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৪, ২০২৪

বাংলাদেশের কাছে হেরে গ্রুপে দ্বিতীয় হয়ে মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশের কাছে হেরে গ্রুপে দ্বিতীয় হয়ে মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে ভারত

মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৫–২ ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচ ছিল শীর্ষস্থান দখলের লড়াই। বাংলাদেশের সামনেও সুযোগ ছিল শীর্ষে পৌঁছনোর। বাজিমাত করে গেল অবশ্য বেঙ্গল টাইগ্রেসরাই। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ভারতকে ৩–১ ব্যবধানে উড়িয়ে ‘‌এ’‌ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে বাংলাদেশ।
নিজেদের প্রমাণের তাগিদে ভারতের বিরুদ্ধে শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলাদেশের ফুটবলাররা। পাকিস্তানের বিরুদ্ধে দারুণ ফুটবল উপহার দেওয়া বালা দেবী, আশালতা দেবীরা বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। সাবিনা খাতুনের কর্নার থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন আফিদা খন্দকার। এরপরেও কয়েকটা সুযোগ তৈরি করেছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি।
২৯ মিনিটে ঋতুপর্ণা চাকমার সেন্টার থেকে ব্যবধান বাড়ান তহুরা খাতুন। ৩৫ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল ভারতের সামনে। বালা দেবীর হেড দারুণভাবে বাঁচান গোলকিপার রুপনা চাকমা। ২ মিনিট পর ভারতের ব্যবধান কমানোর পথে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। মনীষার ফ্রিকিক ক্রসবারে লেগে ফিরে আসে। ৪২ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের পাস ধরে জোরালো শটে গোল করে বাংলাদেশকে ৩–০ ব্যবধানে এগিয়ে দেন তহুরা খাতুন। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ গোলকিপার রুপনা চাকমার ভুলে ব্যবধান কমান বালা দেবী। ডালিমার নিরীহ সেন্টার ঠিকভাবে গ্রিপ করতে পারেননি রুপনা। ফিরতি বলেই হেডে গোল করেন বালা দেবী।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ভারত। বালা দেবী, মণীশা, ডালিয়ারা বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিলেন। বেশ কয়েকটি সুযোগও তৈরি হয়। বাংলাদেশ তিন কাঠির নীচে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন রুপনা চাকমা। প্রায় গোটা চারেক নিশ্চিত গোল বাঁচিয়ে ভারতের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে গেল বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে ভারত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!