Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ২৪, ২০২২

অবসরে না ! মত বদল সানিয়ার

আরম্ভ ওয়েব ডেস্ক
অবসরে না ! মত বদল সানিয়ার

বেশ কিছুদিন আগেই সানিয়া মির্জা ঘোষণা করেছিলেন, এটাই তাঁর শেষ মরশুম। মরশুম শেষেই র‌্যাকেট তুলে রাখবেন। অবসর নিয়ে পরিকল্পনা বদলাতেই হচ্ছে ভারতের এই মহিলা টেনিস তারকাকে। চোটের জন্যই বদলে যাচ্ছে ভাবনা।
মরশুমের শেষ প্রতিযোগিতা ইউএস ওপেন। সানিয়ার পরিকল্পনা ছিল ইউএস ওপেনের পর অবসর নেওয়ার। ইউএস ওপেনের প্রস্তুতির জন্য কানাডা ওপেনে খেলার সিদ্ধান্ত নেন সানিয়া। কানাডা ওপেনে খেলা কাল হয়ে দাঁড়াল ভারতের এই টেনিস তারকার কাছে। কানাডা ওপেনে খেলতে গিয়ে চোট পেয়েছেন সানিয়া। সেই চোটই ইউএস ওপেন থেকে ছিটকে দিয়েছে তাঁকে।

ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন সানিয়া। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘‌একটা খারাপ খবর আছে। দু’‌সপ্তাহ আগে কানাডা ওপেনে খেলতে গিয়ে চোট পেয়েছি। গতকাল স্ক্যান করেছি। রিপোর্ট আসার পর বুঝেছি, চোট বেশ গুরুতর। বেশ কিছু সপ্তাহ খেলতে পারব না। তাই ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছি। পরিকল্পনা ছিল ইউএস ওপেন খেলে অবসর নেব। এখন সেই পরিকল্পনায় পরিবর্তন হতে পারে। পরবর্তীতে আমার সেই সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেব।’‌ বেশ কয়েকমাস আগে অবসরের সিদ্ধান্তের কথা জানানোর পর সানিয়া বলেছিলেন, ‘‌আমার মনে হয় অবসরের এই সিদ্ধান্ত অনেকের কাছে আকস্মিক মনে হয়েছে। সত্যি বলতে আমার এটা এত তাড়াতাড়ি ঘোষণা করা উচিৎ হয়নি এবং বছর শেষের কাছাকাছি এসে ঘোষণা করা উচিৎ ছিল। কারণ প্রত্যেকেই অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন।’‌
সিঙ্গলসে সেভাবে নজর কাড়তে পারেননি সানিয়া মির্জা। কিন্তু মেয়েদের ডাবলসে দীর্ঘদিন শীর্ষস্থানে ছিলেন ভারতের এই টেনিস তারকা। মহিলাদের ডাবলসে তিনটি গ্র‌্যান্ড স্ল্যাম তাঁর ঝুলিতে রয়েছে। উইম্বলডন, অস্ট্রেলীয় ওপেন এবং যুক্তরাষ্ট্র ওপেন এক বার করে জিতেছেন সানিয়া। মিক্সড ডাবলসেও জিতেছেন তিনটি গ্র‌্যান্ড স্ল্যাম খেতাব। ২০১৬ অলিম্পিকে মিক্সড ডবলস ইভেন্টের সেমিফাইনালে উঠেছিলেন। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হয়ে এখন অধিকাংশ সময় দুবাইতে কাটান সানিয়া।


❤ Support Us
error: Content is protected !!